Uttar Pradesh

ছোলা সেদ্ধ করছিলেন বাবা, ফুটন্ত হাঁড়িতে পড়ে মৃত্যু শিশুর! দু’বছর আগে একই ভাবে মারা গিয়েছিল দিদিও

সংবাদসংস্থা পিটিআই অনুযায়ী, সোনভদ্র জেলায় একটি চাটের দোকান চালাতেন মৃত শিশুটির বাবা শৈলেন্দ্র। সে জন্যই পাত্রে ছোলা রান্না করছিলেন তিনি। সামনেই খেলছিল বছর দুয়েকের কন্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৯:৩৩
Share:

—প্রতীকী ছবি।

দু’বছর আগে ফুটন্ত হাঁড়িতে পড়ে মারা গিয়েছিল দিদি। শুক্রবার একই ভাবে মৃত্যু হল বোনেরও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। মৃত শিশুকন্যার বাবা একটি উনুনে ছোলা সেদ্ধ করছিলেন। সামনেই খেলছিল ১৮ মাসের শিশুটি। সেই সময়ই ওই ছোলার হাঁড়িতে পড়ে যায় সে। মৃত্যু হয় তার।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই অনুযায়ী, সোনভদ্র জেলায় একটি চাটের দোকান চালান মৃত শিশুটির বাবা শৈলেন্দ্র। সে জন্যই পাত্রে ছোলা রান্না করছিলেন তিনি। সামনেই খেলছিল বছর দুয়েকের কন্যা। এমন সময় শৈলেন্দ্র এবং তাঁর স্ত্রী কিছু ক্ষণের জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখনই খেলতে খেলতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটন্ত ছোলার হাঁড়িতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সেই ঘটনা প্রসঙ্গে দুধি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ সিংহ জানিয়েছেন, প্রাথমিক ভাবে পুলিশকে বিষয়টি সম্পর্কে জানানো হয়নি। পরের দিন শৈলেন্দ্র মেয়ের দেহ নদীর তীরে ফেলতে গেলে খবরটি জানাজানি হয়। এর পরেই তদন্তে নামে পুলিশ। মনোজ জানিয়েছেন, তদন্ত করার পর মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির।

Advertisement

এ-ও জানা গিয়েছে যে কাকতালীয় ভাবে দু’বছর আগে শিশুটির দিদিরও একই পরিণতি হয়েছিল। সে-ও গরম রান্নার পাত্রে পড়ে মারা গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement