ছবি: এক্স থেকে নেওয়া।
ওষুধ কেনার নাম করে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পিছু পিছু গিয়ে দু’জনকে হাতেনাতে ধরে ফেললেন স্বামী। রাস্তাতেই ঝড় উঠল। উত্তপ্ত বাক্যবিনিময় পরিণত হল ধাক্কাধাক্কিতে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পাক বধূ বাড়িতে ওষুধ কিনতে যাওয়ার অজুহাত দিয়ে প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন। সন্দেহ হওয়ায় পিছু নেন স্বামী। যুবক দেখেন, তাঁর স্ত্রী ওষুধ কেনার অছিলায় প্রেমিকের সঙ্গে দেখা করছেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন যুবক। স্ত্রীর প্রেমিকের সঙ্গে রাস্তার মাঝেই ঝগড়া বাধে তাঁর। চিৎকার-চেঁচামেচি হাতাহাতিতে গড়ায়। চারপাশে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন ওই বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। পাক যুবকের প্রতি সমবেদনাও জানিয়েছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘পরকীয়ার সম্পর্ক দিন দিন বাড়ছে। সব জায়গাতেই একই হাল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ। হঠাৎ করে পরকীয়ার ঘটনা এত বেড়ে গেল কী করে?’’