Viral Video

ক্লাসের সময় পড়ুয়ারা বাইরে কেন? প্রশ্ন করায় সাংবাদিককে জুতোপেটা শিক্ষিকার! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসের সময়ে শাস্কিয়া প্রাথমিক বিদ্যালয়ের বাইরে খেলাধুলো করছে পড়ুয়ারা। দৌড়ে বেড়াচ্ছে। শিক্ষক-শিক্ষিকারাও ক্লাসের বাইরে ঘুরছেন। এমন সময় সেখানে পৌঁছে যান স্থানীয় এক তরুণ সাংবাদিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:৩২
Share:

প্রশ্ন করায় তরুণ সাংবাদিককে জুতো তুলে শাসাচ্ছেন শিক্ষিকা। ছবি: এক্স থেকে নেওয়া।

ক্লাসের সময়ে স্কুলের বাইরে দৌড়ে বেড়াচ্ছে খুদে পড়ুয়ারা। ঘুরে বেড়াচ্ছেন শিক্ষক-শিক্ষিকারাও। আর তা নিয়ে প্রশ্ন করতে গিয়ে এক শিক্ষিকার কাছে জুতোর বাড়ি খেতে হল তরুণ সাংবাদিককে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার হিনোটি আজ়ম গ্রামে। ওই গ্রামের শাস্কিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে সাংবাদিকের উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ঘটনাটি ঘটে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসের সময়ে শাস্কিয়া প্রাথমিক বিদ্যালয়ের বাইরে খেলাধুলো করছে পড়ুয়ারা। দৌড়ে বেড়াচ্ছে। শিক্ষক-শিক্ষিকারাও ক্লাসের বাইরে ঘুরছেন। এমন সময় সেখানে পৌঁছে যান স্থানীয় এক তরুণ সাংবাদিক। এক শিক্ষিকাকে দেখে এগিয়ে যান তিনি। কেন ক্লাস হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন করা শুরু করেন। কিন্তু উত্তর দেওয়ার পরিবর্তে জুতো খুলে তরুণকে মারতে শুরু করেন শিক্ষিকা। বাগ্‌বিতণ্ডা শুরু হয় দু’জনের মধ্যে। শিক্ষিকাকে বলতে শোনা যায়, ‘‘আপনারা শুধু বাজে কথা বলেন। এখান থেকে যান, না হলে জুতো দিয়ে মারব।’’ সাংবাদিক পিছু হটে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার গায়ে হাত দেবেন না ম্যাডাম।’’ এর পর আরও সুর চড়ান শিক্ষিকা। চিৎকার করে বলেন, ‘‘আপনি আমাকে অসম্মান করছেন। আমি মেনে নেব না।’’ এর পর রেগে যান সাংবাদিক। পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘‘কিসের অসম্মান? আমার গায়ে হাত তুলবেন না, সব কিছু রেকর্ড করা আছে। আমার গায়ে হাত তুললে এ বার আমিও হাত তুলতে বাধ্য হব।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার মজার মজার মন্তব্য করেছেন। শিক্ষিকার আচরণের নিন্দাও করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এক জন শিক্ষিকার এ কী আচরণ! পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করছে না নষ্ট করছে!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সারা দিন কিছু না করার জন্য বেতন পান কি? আগামী প্রজন্মের জন্য কী দৃষ্টান্ত তৈরি করছেন ইনি! শাস্তি হওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement