Viral Video

ফুঁসতে থাকা নদীকে চ্যালেঞ্জ দুই মূর্খের! তিন পাল্টি খেয়ে স্রেফ খেলনার মতো ভেসে গেল গাড়ি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তীব্র জলপ্রবাহে ফুঁসছে একটি নদী। জলস্তর বেড়ে গিয়ে সে যেন এক খ্যাপা ষাঁড়। আর সেই নদীর পারেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ০৯:১৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার অতিরিক্ত সাহস। জলের স্রোতে দুই তরুণকে নিয়ে ভেসেই গেল গাড়ি। তার আগে জলের ধাক্কায় নদীতে তিনটে পাল্টিও খেতে দেখা যায় গাড়িটিকে। তেমনই একটি ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দাবি করা হচ্ছে ঘটনাটি চণ্ডীগড়ের কাছে নয়াগাঁওয়ে ঘটেছে। যদিও সেই দাবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তীব্র জলপ্রবাহে ফুঁসছে একটি নদী। জলস্তর বেড়ে গিয়ে সে যেন এক খ্যাপা ষাঁড়। আর সেই নদীর পারেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক তরুণ। এর মধ্যে দু’জন ভয়ঙ্কর নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাকিরা সেই সাহস দেখাননি। তবে গাড়ি নদীতে নামতেই দুর্ঘটনা ঘটে। কিছুটা এগোনোর পরেই জলের তোড়ে পাল্টি খায় গাড়িটি। সবাই হই হই করে ওঠেন। এর পর গাড়টি আরও দু’বার পাল্টি খেয়ে ভেসে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘নিখিল সাইনি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার তরুণদের কর্মকাণ্ডের নিন্দায় সরব হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘নিজেদের মূর্খামির জন্য এরা বিপদে পড়ে। নিজেদের কথা ভাবে না, মা-বাবার কথাও চিন্তা করে না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বেশ হয়েছে। যেমন কর্ম তেমন ফল। বেশি পাকামি করতে গেলে এমনই হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement