Viral Video

লোকালয়ে ‘জলের রাজা’, ধরেবেঁধে বাইকে চড়িয়ে ভয়ঙ্কর কুমিরকে পৌঁছে দেওয়া হল নদীতে! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারী বৃষ্টির কারণে নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বানে ভেসে একটি কুমির এটা জেলার একটি গ্রামে ঢুকে পড়ে। তাকে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:২৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বন্যার জলে ভেসে লোকালয়ে ঢুকে গিয়েছিল ‘জলের রাজা’! তবে আথিতেয়তা মিলল না। ধরে বেঁধে বাইকে চড়িয়ে আবার তাকে নদীতে ছেড়ে এলেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা জেলায়। সে ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারী বৃষ্টির কারণে নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় একটি কুমির এটা জেলার একটি গ্রামে ঢুকে পড়ে। তাকে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। কুমিরটিকে দেখতে গ্রামবাসীদের ভিড়ও জমে দেখার মতো। তবে কুমির দেখে বনকর্তাদের ফোন করেননি গ্রামবাসীরা। তাঁদেরই কয়েক জন সাহায্যের জন্য এগিয়ে যান। কুমিরটির মুখ এবং দেহ দড়ি গিয়ে বেঁধে দেওয়া হয়। এর পর কুমিরটিকে বাইকে চড়িয়ে নদীতে ছেড়ে আসা হয় বলে খবর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। কুমির বেঁধে বাইকে করে নিয়ে যাওয়ার নিন্দাও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সম্ভবত এটিই প্রথম কুমির যে বাইকে চড়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জা পাওয়া উচিত। এ ভাবে বণ্যপ্রাণী নির্যাতনের অধিকার কে দিয়েছে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement