ছবি: ইনস্টাগ্রাম।
জয়েন্ট এন্ট্রান্স ভারতের কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর ভারতের বহু পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। লক্ষ্য, ভাল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া। সন্তানদের ভাল ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পাওয়া নিয়ে বাবা-মাদেরও প্রচুর স্বপ্ন থাকে। অনেকে স্বপ্নপূরণের জন্য সন্তানদের চাপও দেন। তবে এ বার সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। পরীক্ষাকেন্দ্রের বাইরে এক পরীক্ষার্থীর বাবা জানিয়ে দিলেন, ছেলে জয়েন্টে সুযোগ না পেলেও চাপ নেই। পুত্রকে ব্যবসায় মন দিতে বলবেন তিনি। ভাইরাল হয়েছে তাঁর মন্তব্যের ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে জয়েন্ট পরীক্ষা দিতে এসেছে এক পরীক্ষার্থী। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁর বাবা। এমন সময় এক সাংবাদিক তাঁর দিকে এগিয়ে যান। তাঁকে জিজ্ঞাসা করেন, ছেলে পরীক্ষায় সুযোগ না পেলে কী করবেন তিনি। উত্তরে পরীক্ষার্থীর বাবাকে বলতে শোনা যায়, ছেলে ভাল ফল না করলেও তাঁকে কিছু বলবেন না তিনি। বরং পুত্রকে পারিবারিক ব্যবসার দিকে মন দিতে বলবেন। তিনি আরও মন্তব্য করেন, সন্তানের মানসিক স্বাস্থ্যের নজর দেওয়া উচিত। তাঁর একটিই সন্তান। তার কিছু হয়ে গেলে তিনি মেনে নিতে পারবেন না। সেই কথা শুনে সাংবাদিকের মুখে হাসি ফোটে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘৪লোগ৪০০বাতেঁ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি নেটাগরিকদের একাংশের মনে দাগ কেটেছে। ওই পরীক্ষার্থীর বাবাকে তাঁর চিন্তাভাবনার জন্য সাধুবাদও জানিয়েছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই বাবা সত্যিই অসাধারণ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বাবার কথা এবং ছেলেকে নিয়ে আত্মবিশ্বাস খুব ভাল লাগল। আমরা সকলেই যদি এ ভাবে ভাবতে পারতাম, তা হলে ভাল হত।’’