Viral Video

গলা অবধি ঘোমটা! সেই অবস্থাতেই গিটার বাজিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের গান শোনাচ্ছেন নববধূ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে একটি বিছানার উপর বসে রয়েছেন নববধূ। তাঁর পরনে ঝলমলে হলুদ শাড়ি। গলা অবধি ঘোমটা টানা। হাতে একটি গিটারও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৩
Share:

ঘোমটা টেনে গান নববধূর। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা— সমাজমাধ্যমে প্রায়ই নবদম্পতির বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়ি এসে বিছানার উপর বসে রয়েছেন এক নববধূ। তাঁকে ঘিরে রয়েছে শ্বশুরবাড়ির সদস্যেরা। নববধূর হাতে গিটার। ঘোমটা টেনেই গান শোনাচ্ছেন শ্বশুরবাড়ির লোকেদের। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে একটি বিছানার উপর বসে রয়েছেন নববধূ। তাঁর পরনে ঝলমলে হলুদ শাড়ি। গলা অবধি ঘোমটা টানা। হাতে একটি গিটারও রয়েছে। নববধূকে ঘিরে শ্বশুরবাড়ির সদস্যেরা বসে রয়েছেন। তাঁর গান শুনবেন বলে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। এমন সময় তিনি গিটার বাজাতে উদ্যত হলে, এক জন মহিলা এসে তাঁর ঘোমটা আরও খানিকটা টেনে দেন। সেই অবস্থাতেই গিটার বাজিয়ে হিন্দি সিনেমা ‘ইয়েস বস্‌’-এর গান ‘এক দিন আপ’ গাইতে শুরু করেন নববধূ। মন দিয়ে সেই গান শোনেন সবাই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অর্শ­­_উৎকর্ষ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার নববধূর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে নববধূর ওই ভাবে ঘোমটা টেনে গান গাওয়া সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীর এত প্রতিভা, তবুও সবার নজর সেই ঘোমটার দিকে। এই পরিস্থিতি কি কখনও বদলাবে না?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement