পিৎজ়া ডেলিভারি কর্মী। ছবি: এক্স থেকে নেওয়া।
পেট চালাতে পিৎজ়া ডেলিভারির কাজ করেন তরুণ। রাস্তায় তাঁকে দেখে তুচ্ছতাচ্ছিল্য করতে দ্বিধা করলেন না স্কুলের বান্ধবী। এত পড়াশোনা করে কী লাভ হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুললেন হাসতে হাসতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার সিগন্যালে স্কুটি নিয়ে দাঁড়িয়ে এক পিৎজ়া ডেলিভারি করা তরুণ। স্কুটির পিছনে পিৎজ়া রাখার বাক্স বাঁধা। এমন সময় তাঁর দেখা হয়ে যায় স্কুলের এক বান্ধবীর সঙ্গে। ওই বান্ধবী তাঁকে দেখেই হাসতে শুরু করেন। ক্যামেরাবন্দিও করেন তরুণকে। এর পর ওই তরুণের বান্ধবীকে তাচ্ছিল্যের সুরে বলতে শোনা যায়, ‘‘এই হল আমার বন্ধু, যার সঙ্গে আজই আমার দেখা হল। স্কুলে থাকাকালীন ও আমাদের অনেক অনুপ্রেরণামূলক ভিডিয়ো পাঠাত। এখন ওর বয়স ৩০ আর আজ ও পিৎজ়া ডেলিভারি করছে।’’ তরুণের ভিডিয়ো বাকিদেরও দেখাবেন বলে জানান তরুণী। তাঁর কথা শুনে লজ্জায় পড়ে যান ডেলিভারি বয় ওই তরুণ। হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ওই তরুণ এবং তরুণীর তরফে জানানো হয় যে, পুরো বিষয়টিই সাজানো ছিল। যদিও তা মানতে রাজি নয়, নেটাগরিকদের একাংশ।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্যাফরন চার্জার্স’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পিৎজ়া ডেলিভারি করা তরুণের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাঁর বান্ধবীর নিন্দাতেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটিতে মন্তব্য করেছেন, ‘‘কোনও কাজই ছোট নয়। পেট চালাতে, সংসার চালাতে অনেককেই পিৎজ়া ডেলিভারি করতে হয়। তরুণকে এ ভাবে অপদস্থ না করলেও হত। এতেই তাঁর বান্ধবীর শিক্ষার পরিচয় পাওয়া যাচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জীবন সব সময় আমাদের প্রস্তুত থাকার জন্য অপেক্ষা করে না। কখনও কখনও কাঁধে দায়িত্ব এসে পড়ে। স্বপ্ন থেমে যায়। তখন দায়িত্ব পালনের জন্য অনেক কিছুই করতে হয়। সেটা নিয়ে মানুষকে ছোট করার কিছু নেই। তরুণই বাস্তব জীবনের নায়ক।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘বিদ্রুপের মুখে পড়েই বোধহয় তরুণী গিয়ে ওই তরুণকে ধরেছেন এবং চাপ দিয়েছেন, বিষয়টি সাজানো বলে সকলকে জানাতে।’’