ছবি: এক্স থেকে নেওয়া।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন এক মহিলা। দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে তাঁকে রক্ষা করলেন এক যাত্রী। টেনে আনলেন প্ল্যাটফর্মে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সেই চলন্ত ট্রেন থেকেই প্রথমে প্ল্যাটফর্মে নামেন এক তরুণী। তাঁর পিছু পিছু এক প্রৌঢ়াও ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ব্যাগ হাতে প্ল্যাটফর্মে নেমে গেলেও ট্রেনের হ্যান্ডেল ছাড়তে ভুলে যান তিনি। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গা দিয়ে একেবারে ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন প্রৌঢ়া। সেই সময় প্ল্যাটফর্ম দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। প্রৌঢ়াকে পড়ে যেতে দেখে হাতের জিনিসপত্র ফেলে তৎক্ষণাৎ ছুটে যান তিনি। এক ঝটকায় মহিলাকে টেনে তুলে আনেন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শগুফতা খান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষাধিক বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে তরুণ যাত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই মহিলার ওই ভাবে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টার সমালোচনাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সাহসী তরুণকে পুরস্কার দেওয়া উচিত। একই সঙ্গে ওই মহিলা যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিকারের বীর। কী ভাবে এক জনের প্রাণ বাঁচালেন তরুণ!’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘মানুষ এত অসাবধানি কেন? কিছু ক্ষণ কি ধৈর্য রাখা যায় না!’’