Viral Video

হাত ছেড়ে স্কুটি চালাচ্ছিলেন! কেরামতি দেখাতে গিয়ে পড়েই গেলেন তরুণী, কবিতা লিখে ভিডিয়ো পোস্ট পুলিশের

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হেলমেট না পরে পাহাড়ি রাস্তার ধারে স্কুটি চালাচ্ছেন এক তরুণী। তাঁর পরনে জিনস্‌ এবং টপ, চোখে রোদচশমা। কিন্তু কিছু ক্ষণ চালানোর পরেই কেরামতি দেখাতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৮:১৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পাহাড়ি রাস্তায় স্কুটি নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তরুণী। হাত ছেড়ে চালাচ্ছিলেন বাহনটি। আর তা করতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়েই গেলেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে খোদ উত্তরাখণ্ড পুলিশের এক্স হ্যান্ডল থেকে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হেলমেট না পরে পাহাড়ি রাস্তার ধারে স্কুটি চালাচ্ছেন এক তরুণী। তাঁর পরনে জিনস্‌ এবং টপ, চোখে রোদচশমা। কিন্তু কিছু ক্ষণ চালানোর পরেই কেরামতি দেখাতে শুরু করেন তিনি। হাত ছেড়ে স্কুটি চালানোর চেষ্টা করেন। তখনই অঘটন ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়েই রাস্তার ধারে পড়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

শুক্রবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে উত্তরাখণ্ড পুলিশের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োর পাশাপাশি হিন্দিতে দু’লাইনের কবিতাও পোস্ট করা হয়েছে পুলিশের তরফে। কবিতার বিষয়বস্তু, যানবাহন চালানো নিয়ে মানুষকে সচেতন করা। ওই পোস্টে জনসাধারণের উদ্দেশে, হেলমেট পরে বাইক বা স্কুটি চালানোর বার্তাও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। কবিতা লিখে বাইকআরোহীদের সাবধান করার জন্য পুলিশের ‘রসিকতা’র প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মহিলার কেরামতির থেকেও মজার পুলিশের সাবধান করার কায়দা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিন্দনীয়। গাড়ি চালানোর সময় ন্যূনতম সাবধানতা অবলম্বন করেন না এঁরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement