CPM

BJP-CPM Meet: ফুল-মিষ্টি হাতে সিপিএম নেত্রীর বাড়িতে বিজেপি বিধায়ক! রাম-বাম জোট কটাক্ষ তৃণমূলের

বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর বলেন, “শিউলি মিদ্যার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, তিনি আমার দিদির মতো। একই শহরে থাকি, তাই দেখা করতে এলাম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:৪০
Share:

রাম-বাম জোট কটাক্ষ তৃণমূলের। নিজস্ব চিত্র।

ফুল-মিষ্টি হাতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা আচমকাই হাজির বাঁকুড়া পুরসভার সিপিএমের প্রাক্তন পুরপ্রধান শিউলি মিদ্যার বাড়িতে। জাঁকিয়ে পড়া শীতের মধ্যে এখন এই ইস্যুতেই সরগরম বাঁকুড়া। যথারীতি রাম-বাম জোটের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

গত ৪ ডিসেম্বর বাঁকুড়া শহরে সিপিএম-এর প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা বাসুদেব আচারিয়ার প্রশংসা শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। এ বার বিজেপি বিধায়ক পৌঁছে গেলেন সিপিএম নেত্রীর বাড়ি। যদিও এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য বলে বর্ণনা করেছে লাল, গেরুয়া— দুই পক্ষই।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর আচমকাই হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন সিপিএম এর প্রাক্তন পুরপ্রধান শিউলি মিদ্যার শুভঙ্কর সরণির বাড়িতে। সূত্রের খবর, বিজেপি বিধায়ক দরজায় পৌঁছে হাঁক দেন। নীলাদ্রিশেখরকে দেখে হকচকিয়ে গেলেও, সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসে তাঁকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে যান সিপিএম নেত্রী শিউলি মিদ্যা। বাড়ি থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর বলেন, “শিউলি মিদ্যার সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, তিনি আমার দিদির মতো। একই শহরে থাকি। আমি এলাকায় বিজেপি, তৃণমূল বা কংগ্রেস দেখি না। সকলের সঙ্গেই সৌজন্য বিনিময় করাই আমার স্বভাব।’’

বাঁকুড়ার প্রাক্তন পুরপ্রধান তথা বামনেত্রী শিউলি বলেন, “বিজেপি বিধায়ক হিসাবে নয়, নীলাদ্রিশেখর এক জন মানুষ হিসেবে বাড়িতে এসেছিলেন। বাড়ির দরজায় নীলাদ্রি যখন ডাক দিলেন, স্বাভাবিক ভাবেই আমি তাঁকে বাড়িতে ডেকে আনলাম। গল্পগুজব করলাম। এতে রাজনীতি খুঁজবেন না।’’

Advertisement

দু’জনই একে সৌজন্য বলে বর্ণনা করলেও তৃণমূল তা মানতে নারাজ। তৃণমূলের বাঁকুড়া জেলার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “কিছুদিন আগে সুকান্ত মজুমদার সিপিএম নেতা বাসুদেব আচারিয়ার ভূয়সী প্রশংসা করলেন। আজ বিজেপি বিধায়ক ফুল, মিষ্টি নিয়ে সোজা চলে গেলেন সিপিএম নেত্রীর বাড়ি। এ সবই আসলে রাম-বাম জোটকে পোক্ত করার প্রয়াস। আসন্ন পুর ভোটের আগে বিজেপি সরাসরি বামেদের পাশে চাইছে। এটা তারই উদাহরণ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন