Calcutta High Court

এখনও চলছে সিটের তদন্ত! তাই শমসেরগঞ্জে আপাতত থাকবে বিএসএফ ক্যাম্প, জানাল হাই কোর্ট

মুর্শিদাবাদের ঘটনার ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট হাই কোর্টে জমা দেয় রাজ্য। তারা জানায়, ওই ঘটনায় বেশ কয়েকটি চার্জশিট দাখিল করা হয়েছে। মোট ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২০:০৫
Share:

হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থাকবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে আপাতত থাকবে বিএসএফ ক্যাম্পগুলি, বৃহস্পতিবার জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসুচৌধুরীর ডিভিশন বেঞ্চ জানায়, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থাকবে। অন্য দিকে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে আদালত।

Advertisement

মুর্শিদাবাদের ঘটনার ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট হাই কোর্টে জমা দেয় রাজ্য। তারা জানায়, ওই ঘটনায় বেশ কয়েকটি চার্জশিট দাখিল করা হয়েছে। মোট ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেক অভিযুক্ত পলাতক। আরও তদন্ত চলছে। সিট দ্রুত তদন্ত শেষ করবে বলে আদালতে জানায় রাজ্য। দুই বিচারপতির বেঞ্চ জানায়, যে হেতু তদন্ত চলছে, এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী থাকবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্যকে। ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ বেশ কিছু অঞ্চলে। ওই ঘটনায় সিট গঠন করে রাজ্য। ওই ঘটনাটির অনুসন্ধান করতে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির একজন করে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করে হাই কোর্ট। এর আগের শুনানিতে হাই কোর্ট সিটকে আরও তদন্ত করতে বলেছিল। হাই কোর্টের নিযুক্ত কমিটির পরামর্শ মেনে অভিযুক্তদের বিরুদ্ধে সিটকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলেছিল আদালত। তদন্তের রিপোর্ট ৩১ জুলাই, বৃহস্পতিবার শুনানির দিনে আদালতে জমা দিতে বলা হয়েছিল রাজ্য। নির্দেশ মেনে বৃহস্পতিবার তদন্তের রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। জানিয়েছে, আরও তদন্ত চলছে। তার পরেই এ বার হাই কোর্ট জানাল, শমসেরগঞ্জে থাকবে বিএসএফ ক্যাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement