—প্রতীকী চিত্র।
রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ। নদিয়ার তেহট্ট ও পলাশীপাড়া থানার চারটি পরীক্ষাকেন্দ্র থেকে এটিএম কার্ডের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার। ওই ঘটনায় ছ'জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বৈদ্যুতিক গ্যাজেট, বিশেষ ডিভাইস ও মোবাইল ফোন। জালিয়াতি করে পরীক্ষায় পাশ করতেই উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
রবিবার রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় জালিয়াতি চক্র ধরল পুলিশ। পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে বৈদ্যুতিক গ্যাজেট, মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, নদিয়ার ওই দুই জায়গার কয়েকটি স্কুলে পরীক্ষার্থীদের তল্লাশির সময়ই সন্দেহজনক ডিভাইস ধরা পড়ে। তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তেহট্ট মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। সেই সময় পাঁচ পরীক্ষার্থী ও তাঁদের সাহায্যকারী এক ব্যক্তিকে আমরা আটক করি। তাঁদের কাছ থেকে কয়েকটি অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। সেগুলি যাচাই করে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, ডিভাইসগুলি ব্যবহার করে পরীক্ষায় কারচুপি করা সম্ভব হত।
ওই ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের অনুমান, এর পিছনে আরও অনেকে রয়েছেন। একটি জালিয়াতি চক্র ওই পরীক্ষায় নকল করানোর জন্য বিশেষ ডিভাইসগুলি সরবরাহ করেছে। তদন্তে সেগুলির প্রযুক্তিগত বিশ্লেষণ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা গত ৪৮ ঘণ্টায় কাদের কাদের ফোন করেছে তা-ও দেখছে পুলিশ।