TMC

TMC, I-Pac: আই প্যাকের জন্যই এত নির্দল প্রার্থী ভোটে দাঁড়াচ্ছেন! আবার তুলোধনা কল্যাণের

কল্যাণের আক্ষেপ, ‘‘সে সময় দিদি, সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় যদি দেখতেন সদস্য কারা হচ্ছেন, তা হলে আজ এই পরিস্থিতি দেখতে হত না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৪
Share:

সোমবার কল্যাণ বলেন, ‘‘আপাত দৃষ্টিতে দুটো কারণ রয়েছে এত নির্দল হয়ে দাঁড়ানোর।’’ ফাইল চিত্র

আবার প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাককে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার বলেছিলেন, ‘‘প্রার্থীদের জেতাতে ময়দানে আই প্যাককে দেখা যাচ্ছে না, আমাকেই খাটতে হচ্ছে।’’ সোমবার বললেন, ‘‘আই প্যাকের জন্যই এত নির্দল হয়েছে।’’
সোমবার কল্যাণ বলেন, ‘‘আপাত দৃষ্টিতে দুটো কারণ রয়েছে এত নির্দল হয়ে দাঁড়ানোর। গত জুন-জুলাই মাসে যখন বিভিন্ন মানুষকে প্রশাসক মণ্ডলীর সদস্য করা হয়েছিল, তখন আমাদের সঙ্গে কেউ কোনও আলোচনাই করলেন না। এত দিন ধরে সাংসদ হয়েছি, এত দিন ধরে কাজ করছি, কেউ কোনও কথাই বললেন না। আই প্যাকের রিপোর্ট অনুযায়ী কলকাতার কোনও নেতার সুপারিশে সব হয়ে গেল! আজকে প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে সেই সব সদস্যই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছেন।’’

Advertisement

কল্যাণের সংযোজন, ‘‘সেই সময় দিদি, সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায় যদি দেখতেন সদস্য কারা হচ্ছে ন, তা হলে হয়তো আজ এই পরিস্থিতি সৃষ্টি হত না। আই প্যাকের সদস্যেরা যেখানে যেখানে গিয়ে সার্ভে করেছেন সেখানে আট জন দশ জনকে বলে দিয়েছেন, আপনারাই প্রার্থী হবেন। আপনারা ডিটেলস দিন। এ এক অদ্ভুত ব্যাপার! আই প্যাকের ঠেলায় আমাদের জান বেরিয়ে যাচ্ছে।’’ কল্যাণের বক্তব্য, ‘‘রাজনৈতিক দল নিজের মত অনুযায়ী চলবে, কনট্র্যাক্টর রাখলে রাজনৈতিক দল চলে না। এখানে আই প্যাকের ছেলেটাকে খুঁজছি, পেলে একবার সুন্দর করে পালিশ করে দিতাম।’’
কল্যাণের এই মন্তব্য সম্পর্কে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘‘যে আই প্যাক দু’দিন আগে বিধানসভা ভোটে জিতিয়ে আনল, সেই আই প্যাককে নিয়ে এখন এত কথা হচ্ছে কেন? যদি সাংসদের মনে হয়, কনট্র্যাক্টর দল চালাচ্ছেন, তা হলে সেটা এত দিনে বলছেন কেন? এটা তো আনেক আগেই বোঝা উচিত ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন