Howrah Station

প্ল্যাটফর্মে ট্রেন ধরার সময়ে প্রসবযন্ত্রণা! ভিড় হাওড়া স্টেশনে শিশুর জন্ম দিলেন অণ্ডালের তরুণী

মা এবং সদ্যোজাতকে ভর্তি করানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২১:৪০
Share:

— প্রতীকী চিত্র।

হাওড়া স্টেশনে তখন অফিস ফেরত যাত্রীদের ভিড়। তার মাঝেই বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। মা এবং সদ্যোজাতকে ভর্তি করানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন।

Advertisement

ঘড়িতে তখন বিকেল সাড়ে ৫টা। হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে অন্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ৩৫ বছরের সুমিত্রা বাসিল। সঙ্গে ছিল তাঁর কন্যা। কোল্ডফিল্ড এক্সপ্রেসে চেপে অণ্ডালে নিজেদের বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। ১২ নম্বর প্ল্যাটফর্মে সুমিত্রা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময়ে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। প্ল্যাটফর্মের মধ্যেই শুয়ে পড়েন তিনি। তাঁর কাছে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মী এবং চিকিৎসক ওই মহিলাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন। চার দিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়।

সেই কাপড়ের ঘেরাটোপেই সুমিত্রা ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরে জিআরপির তৎপরতায় অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জিআরপির পক্ষ থেকে সুমিত্রার স্বামী রমেশ বসালকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement