KMC Building

শহরের বেআইনি বাড়ি ভাঙা নিয়ে স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ কলকাতা পুরসভার, তথ্য জানাতে নয়া উদ্যোগ

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না কেন, তার কারণ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে সংশ্লিষ্ট বাড়ির সামনে একটি ব্যানার টাঙাবে পুরসভার বিল্ডিং বিভাগ। এই উদ্যোগের নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৮
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে স্বচ্ছতা আনতে উদ্যোগী হতে চলেছে কলকাতা পুরসভা। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে, কোনও কোনও বেআইনি বাড়ি কেন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে না? বহু ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগের তির থাকে কলকাতা পুরসভার দিকে। সেই সব অভিযোগ, প্রশ্নের উত্তর এ বার খোলাখুলি জানাবে পুরসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না কেন, তার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট বাড়ির সামনেই একটি ব্যানার টাঙাবে পুরসভার বিল্ডিং বিভাগ। এই উদ্যোগের নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বহু মানুষ আমাদের প্রশ্ন করেন, কেন বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে না। স্বচ্ছতা বজায় রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এমন প্রতিটি বাড়ির সামনে কারণ-সহ ব্যানার লাগিয়ে দেব।”

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেক সময় আদালতের স্থগিতাদেশ বা আইনি জটিলতার কারণে সঙ্গে সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয় না। আবার কোথাও রাজনৈতিক প্রভাব কিংবা প্রশাসনিক কারণেও দেরি হয়। এই সব বিষয় নিয়ে যাতে নাগরিকদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়, তাই এই সিদ্ধান্ত। পুরসভার এক আধিকারিক জানান, এই ব্যানারে স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে কেন বাড়িটি এখনও ভাঙা যায়নি— যেমন, ‘আইনি জটিলতা’, ‘আদালতের নির্দেশ অনুযায়ী স্থগিত’, অথবা ‘পরবর্তী তারিখে অভিযান নির্ধারিত’। এর ফলে নাগরিকেরা জানবেন, পুরসভা চুপ করে বসে নেই।

এই পদক্ষেপে শহরের নাগরিকদের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা।

Advertisement

প্রতি সপ্তাহে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়রের কাছে বেআইনি বাড়ি ভাড়া নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে বলে পুরসভা সূত্রে খবর। সম্প্রতি বেআইনি বাড়ি ভাঙতে পুরসভার পদক্ষেপ নিয়ে বেশ কিছু ফোন পেয়ে বিল্ডিং বিভাগের উপর ক্ষুব্ধ হন মেয়র। মনে করা হচ্ছে, সেই সব অভিযোগের ভিত্তিতেই মেয়র বেআইনি বাড়ি ভাঙতে এমন ভাবে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন পুর আধিকারিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement