Durga Puja 2025

শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার বড় পুজোগুলি পরিদর্শনে পুলিশকর্তা

কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট ১২টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে পরিদর্শন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭
Share:

কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখল পুলিশ-প্রশাসন। — ফাইল চিত্র।

দেবীপক্ষের সূচনার আর এক সপ্তাহও বাকি নেই। পুজো শুরু হতেও মাত্র কয়েক দিনের অপেক্ষা। চারপাশে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। প্রতিটি মণ্ডপেই ব্যস্ততা। সেই আবহে এ বার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ-প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকেই পুজোপ্রস্তুতি পরিদর্শনে বেরোচ্ছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরাজ খালিদ।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট ১২টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে পরিদর্শন। প্রথমে বেহালা নূতন দলের পুজোমণ্ডপ দিয়ে সূচনা হয়েছে। তার পর একে একে বরিষা ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লি হরিদেবপুর, নাকতলা উদয়ন সঙ্ঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদুর্গা, কেন্দুয়া শান্তি সঙ্ঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, চেতলা অগ্রণী এবং সুরুচি সঙ্ঘের পুজো পরিদর্শন করা হবে।

কলকাতার নামকরা পুজোগুলিতে মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজো দেখার হিড়িক। ভিড়ও হয় মাত্রাছাড়া। তাই আগে থেকেই সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছে পুলি‌শ-প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement