Dengue

সৌরভের বাড়িতে মিলল ডেঙ্গির লার্ভা, আক্রান্ত স্নেহাশিস

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁরা রক্ত পরীক্ষা করেন। রক্তে ডেঙ্গির জীবাণু মেলে। বুধবার তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ১ লক্ষ ৬৮ হাজার। বেলভিউ ক্লিনিকের সিইও প্রদীপ টন্ডনের কথায়, ‘‘রোগীর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১৮:৩৯
Share:

সৌরভের বাড়ির নীচে জমে রয়েছে আবর্জনা।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ক্রিকেটার, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত বুধবার জ্বর নিয়েই ভুবনেশ্বর থেকে বাড়ি ফেরেন তিনি। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ার পর তাঁকে বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁরা রক্ত পরীক্ষা করেন। রক্তে ডেঙ্গির জীবাণু মেলে। বুধবার তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ১ লক্ষ ৬৮ হাজার। বেলভিউ ক্লিনিকের সিইও প্রদীপ টন্ডনের কথায়, ‘‘রোগীর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’

আরও পড়ুন:

Advertisement

পুরকর্তার ওয়ার্ডেই প্রাণ কেড়ে নিল ডেঙ্গি

সাঁতার-পুলে জমেছে জল, আতঙ্কে পাড়া

বাড়িতে জমা জলে ডেঙ্গির লার্ভা পেয়েছেন পুরকর্মীরা।

এ দিকে সৌরভদের বাড়িতেও ডেঙ্গি মশার লার্ভা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুরসভার কর্মীরা। স্নেহাশিসের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পুরসভার কর্মীরা বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সৌরভদের বেহালার বাড়িতে যান। বাড়ির নীচে, আশপাশে জঞ্জাল এবং পাত্রে জমানো জল ছিল বলে জানিয়েছেন তাঁরা। জলে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছে। সৌরভের বাড়ির লোকজনও জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই বাড়ির নীচে জঞ্জাল পরিষ্কার হয় না। জমা জলও সাফ করা হয়নি বলে স্বীকার করেছেন তাঁরা।

পুরকর্মীরা জঞ্জাল সাফ করে বাড়ির সর্বত্র মশা মারার তেল ছড়িয়েছেন। বাড়ির লোকজনকে সচেতন থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সৌরভের সঙ্গে যোগাযোগ করে, তাঁকেও এ বিষয় সচেতন থাকতে বলেছেন পুরকর্মীরা।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন