বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• মেয়েরা নিজেদের ক্ষমতায় পড়াশোনা করছে, মেয়েদের জন্য বিয়ের জন্য রয়েছে প্রকল্প।
• কৃষক বন্ধু প্রকল্পে নতুন সুযোগ, শষ্য বিমায় ক্ষতিপূরণ। আমপান থেকে করোনা, সব কিছুর মোকাবিলা করেছে সরকার।
• স্বাস্থ্যসাথী কার্ডে কেউ চিকিৎসা করতে না চাইলে পুলিশকে জানান।
• আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে হুগলিতে।
• মেশিনের অভাবের জন্য অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড।
• ২-৩ বছরের মধ্যে বন্যা রোধে ব্যবস্থা।
• কেউ গাছ থেকে পড়েই নেতা হয় না, বললেন মমতা।
• আমার বুথ কর্মীদের জন্য আজকের সভা।
• সভায় মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো, স্বতঃস্ফুর্ত সাড়া মহিলা সমর্থকদের।
• বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• সভাস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• পুরশুড়ার সভা মঞ্চে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম।
পুরশুড়ায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নন্দীগ্রামের জনসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন ভোটে লড়ার। কিন্তু হুগলিতে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। এ বার সেখানেই জনসভায় তৃণমূল দলনেত্রী কী বক্তব্য রাখছেন, সে দিকেই সবার নজর।