Rajdhani Express Halts At Garbeta

জোরালো শব্দ পেয়ে গড়বেতায় থমকে গেল রাজধানী এক্সপ্রেস! মাওবাদীদের ডাকা বন্‌ধের দিন আতঙ্ক জঙ্গলমহলে

রবিবার তিন রাজ্যে বন্‌ধ ডেকেছিলেন মাওবাদীরা। সেই দিন জঙ্গলমহলে এমন একটি ঘটনাকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না রেল থেকে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৪:৩১
Share:

সোমবার ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।

স্টেশনের কাছে জোরালো শব্দ পেয়ে থমকে গেল রাজধানী এক্সপ্রেস। মাওবাদীদের ডাকা বন্‌ধে আবার আতঙ্ক জঙ্গলমহলে।

Advertisement

স্থানীয় এবং রেল সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতার কাছে শিলাই হল্টে থমকে যায়। একটি বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড এবং চালক খবর পাঠান পিয়ারডোবা স্টেশনে। বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় রেলের পুলিশকুকুরকে। উচ্চপদস্থ আধিকারিকেরা বেশ কিছু ক্ষণ ঘটনাস্থল দেখার পর ট্রেনটি ছাড়ে।

সোমবার সকালে আবার ঘটনাস্থলে গিয়েছিলেন রেলের আধিকারিকেরা। উল্লেখ্য, রবিবার তিন রাজ্যে বন্‌ধ ডেকেছিলেন মাওবাদীরা। সেই দিন জঙ্গলমহলে এমন একটি ঘটনাকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না রেল থেকে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য সোগুলি পাঠানো হচ্ছে।

Advertisement

রেল সূত্রে জানা যাচ্ছে, সোমবার শিলাই হল্টে যেতে পারেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এসআরপি (রেল) দেবশ্রী সান্যাল। সোমবার তিনি বলেন, ‘‘খবর আসার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। লাইনের বা ট্রেনের কোনও ক্ষতি হয়নি। তবে ফরেন্সিক দলকে ডেকে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ওই জায়গায় রেলপুলিশকে টহল দেওয়ার জন্য রাখা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement