West Bengal Weather Update

শীতের আমেজের মাঝেই দাপট বাড়বে কুয়াশার! রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে

সোমবার রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৮
Share:

সোমবার কুয়াশায় ঢাকা থাকবে রাজ্যের সব জেলা। — ফাইল চিত্র।

নভেম্বরের শেষ দিনেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ল না। রাতের দিকে শীতের আমেজ থাকছে। তবে দিনে তাপমাত্রা তুলনায় কিছুটা বেশি। বঙ্গবাসীর মনে প্রশ্ন, ডিসেম্বরের শুরুতে কি পড়বে জাঁকিয়ে ঠান্ডা!

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা।

সোমবার রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। জেলার সব জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে না। তবে কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত রাজ্যে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

অন্যদিকে, ঘূর্ণিঝড় দিটওয়া ভারতীয় উপকূলের আরও কাছে এগিয়ে আসার পরে তার গতিবিধি নতুন করে পর্যবেক্ষণ করা হয়েছে। রবিবার সকালে মৌসম ভবন নতুন বিবৃতিতে জানিয়েছে, দিটওয়া স্থলভাগে প্রবেশ করবে না। তা স্থলভাগের খুব কাছ দিয়ে সমুদ্র ধরেই এগিয়ে যাবে। তার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement