Deaths In Birbhum

বীরভূমের খাদানে ধস, পাথর চাপা পড়ে মৃত্যু অন্তত ছয় জন শ্রমিকের! গুরুতর আহত পাঁচ, নিয়ে যাওয়া হল হাসপাতালে

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি হয়েছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। পাঁচ জন শ্রমিকের দেহ উদ্ধারের খবর মিলেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:

বীরভূমে পাথর খাদানে ধস। —নিজস্ব চিত্র।

পাথর খাদানে ধস নেমে দুর্ঘটনা বীরভূমে। পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জন খাদান শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকা খাদানের একাংশে ধস নামে। হুড়মুড়িয়ে ধস নামায় সরার সুযোগই পাননি শ্রমিকেরা। ওই সময়ে ১০-১২ জন শ্রমিক খাদানে কাজ করছিলেন বলে খবর। তাঁরা সকলেই চাপা পড়েন। ওই খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়।

কিন্তু তত ক্ষণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ তুলে আনা হয় খাদানের বাইরে। পরে ৪ জনকেও উদ্ধার করা গিয়েছে। প্রত্যেকেই গুরুতর জখম। চিকিৎসার জন্য তাঁদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে বলে খবর।

Advertisement

আর কোনও শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কি না, দেখছে পুলিশ। শ্রমিকেরাও হাত লাগিয়েছেন। পাথর সরিয়ে খোঁজ চলছে।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement