Body Recovered

পুরুলিয়ার সুইসা স্টেশনের কাছে লাইনে পড়ে তিন মহিলার দেহ! দেখে মালগাড়ি থামালেন চালক

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ মুরির দিক থেকে চাণ্ডিল যাচ্ছিল একটি মালগাড়ি। তার চালক সুইসা স্টেশনে ফোন করে জানান, স্টেশন থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় রেল লাইনের উপর দুই নাবালিকা এবং এক মহিলার দেহ পড়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৫:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুরুলিয়ার সুইসা স্টেশন লাগোয়া এলাকার রেললাইন থেকে উদ্ধার তিন মহিলার দেহ। রবিবার গভীর রাতে দক্ষিণ-পূর্ব রেলের মুরি চাণ্ডিল শাখার সুইসা স্টেশনের কাছে রেললাইনে তিন জনের দেহ পড়ে থাকতে দেখেন ওই লাইন ধরে এগিয়ে চলা একটি মালগাড়ির চালক। তিনি রেলপুলিশকে খবর দেন। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে পাঠায়।

Advertisement

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ মুরির দিক থেকে চাণ্ডিল যাচ্ছিল একটি মালগাড়ি। তার চালক সুইসা স্টেশনে ফোন করে জানান, স্টেশন থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় রেল লাইনের উপর দুই নাবালিকা এবং এক মহিলার দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি বিষয়টি রেল পুলিশকে জানান স্টেশন কর্তৃপক্ষ। খবর পাওয়ার পরে সোমবার ভোরে পুরুলিয়া থেকে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে দেহগুলির সুরতহাল করে। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

মৃত তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে রেল পুলিশের অনুমান, এলাকাটি নির্জন এবং জঙ্গলঘেরা হওয়ায় দুষ্কৃতীরা ওই দুই নাবালিকা-সহ তিন জনকে খুন করে রেললাইনের উপর শুইয়ে দিয়ে গিয়েছে। রেল পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement