— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ— সব জায়গা থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পুজোর পর থেকে তাপমাত্রাও সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার আরও কিছুটা নামল পারদ।
গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। তবে সোমবারের থেকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। তা ছাড়া, এখনও বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি হয়নি। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।
এ বছর দুর্গাপুজোর আগে ভারী বর্ষণ হয়েছে কলকাতায়। পুজো শেষে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গও। কমবেশি বৃষ্টি চলেছে দক্ষিণেও। অন্যান্য বার সাধারণত অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যেই বঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা। তবে চলতি বছরে রাজ্য ছেড়ে যেতে তার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। তবে সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অবশেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বর্ষা। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেই সোমবার বর্ষা বিদায় নিয়েছে। ঝাড়খণ্ড, কর্নাটক ও তেলঙ্গানার কিছু কিছু অংশ, গোয়া এবং মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকে আনুষ্ঠানিক ভাবে সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।