ছবি: এআই সহায়তায় প্রণীত।
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার বিএলও দেবাশিস দাসকে অ্যাম্বুল্যান্সে চড়িয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইসি) দফতরে হাজির হলেন তাঁর। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে সিইও দফতরে আবেদন জানালেন তিনি। দেবাশিস-পুত্রের দাবি, এসআইআরের কাজের সময় তাঁর বাবার ব্রেন স্ট্রোক হয়। এখন প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন।
এসএসকেএম হাসপাতাল থেকে সরাসরি দেবাশিসকে নিয়ে আসা হয় সিইসি দফতরে। পরিবারের দাবি, তাঁর সুস্থ হতে ছ’মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর পুত্র মঙ্গলবার বলেন, ‘‘বাবা খুব সাধারণ কাজ করতেন। এসআইআরের এনুমারেশন ফর্ম বিলির সময় কাজের চাপে বেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আমাদের পরিবার আর্থিক সমস্যায় পড়েছে। ক্ষতিপূরণ দেওয়া হোক।’’
নভেম্বরের শেষপর্বে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিলির সময়েই অসুস্থ হয়ে পড়েছিলেন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ বুথের বিএলও দেবাশিস। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ মাত্রাতিরিক্ত কাজের চাপেই এমন হাল হয়েছে তাঁর। প্রসঙ্গত, এর আগে বর্ধমানের মেমারির এক বিএলওর নমিতা হাঁসদা কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।