UK

১৮৫ টাকার লটারি কেটে সাড়ে চার কোটির সম্পত্তি পেলেন ২৩ বছরের যুবতী

সেই টিকিট তাঁকে পাইয়ে দিয়েছে পাঁচ লক্ষ ইউরোর মূল্যের ফার্ম হাউস।

Advertisement

সংবাদ সংস্থা 

লন্ডন শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৩
Share:

ফার্মহাউসের প্রতীকী চিত্র। ছবি- শাটারস্টক।

২৩ বছরের জেম্মা নিকলিন। বাবা-মায়ের সঙ্গে তিনি থাকেন ওয়েস্ট মিডল্যান্ডের বিলস্টোনে। সম্প্রতি তিনি দুই ইউরোর (ভারতীয় মুদ্রায় ১৮৫ টাকা) লটারির টিকিট কেটেছিলেন। সেই টিকিট তাঁকে পাইয়ে দিয়েছে পাঁচ লক্ষ ইউরোর মূল্যের ফার্ম হাউস। ভারতীয় মুদ্রায় সেই ফার্ম হাউসের দাম প্রায় চার কোটি ষাট লক্ষ টাকা।

Advertisement

শ্রপশায়ারের ওই ফার্ম হাউসটি আগেই পছন্দ করেছিলেন জেম্মা। সেটি জেতার জন্য জেম্মার বাবা-মা, বয়ফ্রেন্ড সকলেই লটারির টিকিট কেটেছিলেন। তাঁর বাবা-মা কেটেছিলেন ১০টি টিকিট। তাঁর বয়ফ্রেন্ড কিনেছিলেন পাঁচটি টিকিট। জেম্মা কেটেছিলেন দু’টি টিকিট। তাতেই হয়েছে বাজিমাত।

এই পুরস্কার জিতে নিজের উচ্ছ্বাস গোপন করেননি জেম্মা। সেই বাড়িতে শিফট করার পরিকল্পনাও শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, খরিদ্দার পেতে হিমশিম খেয়ে ওই ফার্ম হাউসের মালিক লটারির ব্যবস্থা করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: শিশুমন থেকে যুদ্ধের ভয় তাড়াতে ‘বিমান-বোমা খেলছেন’ বাবা-মেয়ে

আরও পড়ুন: নেটদুনিয়া মেতে এই বাচ্চা প্ল্যাটিপাসে, ছবির পিছনে সত্যিটা জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন