Pakistan Terrorists

খাইবার পাখতুনখোয়ায় চার দিনে খতম ৪৫ জঙ্গি! দাবি পাক সেনার, সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনার ১৯ জনেরও

আইএসপিআর-এর দাবি, বজৌর জেলায় অভিযানের সময় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ২২ জঙ্গিকে খতম করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৭
Share:

খাইবার পাখতুখোয়ায় পাক সেনার অভিযান। ফাইল চিত্র।

খাইবার পাখতুনখোয়ায় চার দিনে ৪৫ জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করল পাক সেনা। ১০-১৩ সেপ্টেম্বরের মধ্যে খাইবার পাখতুনখোয়ার তিন আলাদা আলাদা প্রান্তে সেনার সঙ্গে সংঘর্ষে জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জঙ্গিদের বিরুদ্ধে পুরো শক্তিতে অভিযানের বার্তা দিয়েছিলেন। তার পরই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা।

Advertisement

রেডিয়ো পাকিস্তান-এর প্রতিবেদন বলছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে আফগানিস্তান থেকে। তাই আফাগনিস্তান সীমান্তলাগোয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় গত চার দিন ধরে অভিযান চালাচ্ছে পাক সেনা। সেই অভিযানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪৫ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি। মৃত্যু হয়েছে সেনার ১৯ জনেরও।

আইএসপিআর-এর দাবি, বজৌর জেলায় অভিযানের সময় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ২২ জঙ্গিকে খতম করা হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে সংঘর্ষে টিটিপির ১৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অন্য দিকে, লোয়ার দের জেলায় আরও একটি সেনা অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানে জঙ্গিদের ডেরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement