Syria Civil War

অস্ত্রের জোরে ক্ষমতা দখল করেও সিরিয়ায় গণতন্ত্র চায় এইচটিএস, সেপ্টেম্বরে ভোট করার ঘোষণা

আসাদ সপরিবার পালিয়ে আশ্রয় নিয়েছিলেন মিত্র দেশ রাশিয়ায়। সেই গৃহযুদ্ধপর্বের পরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন আল কায়দা নেতা আহমেদ আল-শরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২৩:৩১
Share:

সিরিয়ার ইদলিব শহর। ছবি রয়টার্স।

আগামী সেপ্টেম্বের সিরিয়ায় সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়ে দিল ক্ষমতা দখলকারী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। তাদের পরিচালিত অন্তর্বর্তী সরকারের নির্বাচনী সংস্থার সংক্রান্ত দফতর প্রধান মহম্মদ তাহা আল-আহমদ সরকারি সংবাদ সংস্থা সানাকে বলেন, ‘‘আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

Advertisement

গত ডিসেম্বরে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর রাজধানী দামাস্কাস দখল এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছিল। আসাদ সপরিবার পালিয়ে আশ্রয় নিয়েছিলেন মিত্র দেশ রাশিয়ায়। সেই গৃহযুদ্ধপর্বের পরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন আল কায়দা নেতা আহমেদ আল-শরা।

ক্ষমতা দখলের পরে গত কয়েক মাসে সুন্নি সশস্ত্র বাহিনী এইচটিএস-এর বিরুদ্ধে শিয়ায় দ্রুজ়, কুর্দ-সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা, গণহত্যার অভিযোগ উঠেছে ধারাবাহিক ভাবে। সংখ্যালঘু দ্রুজ়দের উপর সরকারি মদতপুষ্ট সশস্ত্র সুন্নি বেদুইন জনগোষ্ঠীর হামলা ঠেকাতে চলতি মাসে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। এই পরিস্থিতিতে সিরিয়ায় সাধারণ নির্বাচন আদৌ অবাধ এবং শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement