অগ্নিসংযোগের ঘটনার পর বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র দফতর। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘ডেলি স্টার’-এ তাণ্ডবের সময় সেখানে দেদার লুটপাট চালান হামলাকারীরা! হাতের কাছে যে যা পেয়েছেন, তা-ই বগলদাবা করে নিয়ে পালিয়েছেন। ল্যাপটপ, কম্পিউটার তো বটেই, সঙ্গে দুই সংবাদপত্রের অফিসের কোষাগারেও হামলা চালান বিক্ষোভকারীরা। যে যেমন টাকা পেয়েছেন, তা লুট করে ঝোলায় ভরেছেন! তদন্তকারী সূত্রে খবর, এই লুটপাটের ঘটনার ভিডিয়ো দেখে বেশ কয়েক জনকে শনাক্ত করা হয়েছে। করা হয়েছে গ্রেফতারও। তাঁদের জেরা করেই উঠে এসেছে নানান তথ্য!
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘প্রেস উইং’ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘প্রথম আলো’ এবং ‘ডেলি স্টার’— দুই সংবাদপত্রের দফতরে লুটপাটের ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার এক বাসিন্দা। তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
‘বিবিসি বাংলা’-র এক প্রতিবেদনে দাবি, ওই ব্যক্তিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, তিনি এক লক্ষ ২৩ হাজার টাকা লুট করেছিলেন! তদন্তকারীরা তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করতে পেরেছেন। তবে বাকি টাকা পাওয়া যায়নি। ধৃত ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, তিনি লুটের টাকা দিয়ে ঢাকার মহম্মদপুর এলাকা থেকে একটি টিভি এবং একটি ফ্রিজ় কিনেছেন। সেই সূত্র ধরে টিভি-ফ্রিজ় দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে তরুণ নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুসংবাদ দেশে পৌঁছোতেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা-সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শয়ে শয়ে মানুষ। ভাঙচুর করা হয় ছায়ানটে। বাংলাদেশের দুই জনপ্রিয় সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘ডেলি স্টার’-এর দফতরেও চলে তাণ্ডব। ভিতরে ঢুকে তছনছ করা হয় কাগজপত্র, কম্পিউটার। তার পর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বহুতলে।
দুই সংবাদপত্রের দফতরে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কারও কারও নাম আগে থেকেই ছিল পুলিশের খাতায়। কেউ মাদক মামলায় অভিযুক্ত, আবার কারও নাম জড়িয়েছিল অগ্নি সংযোগ বা ককটেল বিস্ফোরণের সঙ্গে। তদন্তকারী সূত্রে খবর, হামলার ঘটনার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত আরও ৩১ জনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবারের ওই ঘটনায় রবিবার ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ‘প্রথম আলো। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের। ওই হামলায় সংবাদ প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা!