Donald Trump-Vladimir Putin Meet

‘ইউক্রেনের হয়ে সওয়াল করব না’, বললেন ট্রাম্প! ক্রেমলিনের দাবি, ছ’ঘণ্টা আলোচনা করবেন পুতিন

ইউক্রেনে হামলা বন্ধ করার বিনিময়ে পুতিন কী শর্ত আরোপ করবেন, তা নিয়েও চলছে আলোচনা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আলাস্কার উদ্দেশে রওনা হয়েই ট্রাম্প জানিয়ে দিলেন ইউক্রেনের পক্ষ নিয়ে সওয়াল কিংবা দরাদরি করার জন্য তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ২২:৫৭
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ কি এ বার থামতে চলেছে? আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে এই জল্পনাতেই মশগুল বিশ্ববাসী। ইউক্রেনে হামলা বন্ধ করার বিনিময়ে পুতিন কী শর্ত আরোপ করবেন, তা নিয়েও চলছে আলোচনা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আলাস্কার উদ্দেশে রওনা হয়েই ট্রাম্প জানিয়ে দিলেন ইউক্রেনের পক্ষ নিয়ে সওয়াল কিংবা দরাদরি করার জন্য তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন না।

Advertisement

সেই সঙ্গে মেরিল্যান্ডের বিমানঘাঁটি থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এর আলাস্কাগামী উড়ানে সওয়ার হওয়ার আগে বিমানবন্দরে ট্রাম্প বলেন, ‘‘আমি আশাবাদী, পুতিনের সঙ্গে দারুণ আলোচনা হতে চলেছে।’’ কতক্ষণ ধরে সেই আলোচনা চলতে পারে, সে বিষয়ে ট্রাম্প কোনও ইঙ্গিত দেননি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আপনি ধরে নিতে পারেন যে বৈঠক ন্যূনতম ছ’-সাত ঘণ্টা চলবে।’’ পুতিনের ঘনিষ্ঠ ওই আধিকারিক জানান, মস্কো আশা করে বৈঠক ‘ফলপ্রসূ’ হবে।

আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আলাস্কার ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’! ৬৪ হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত ওই ঘাঁটিতেই শুক্রবার মধ্যরাতে (ভারতীয় সময়) মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন। কিন্তু সেই বৈঠকের আগে মাথাচাড়া দিয়েছে এক নতুন বিতআর্ক। যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। কয়েকটি মানবাধিকার সংগঠন দাবি তুলেছে, কেন পুতিনকে আমেরিকার মাটিতে পেয়েও ট্রাম্পের সরকার গ্রেফতার করবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের যুক্তি, তারা আইসিসির এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরকারী নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement