Gaza Situation

‘রক্তপাত বন্ধ না-করলে গাজ়ায় ঢুকে হত্যা করব’! হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের, দিলেন দ্রুত অস্ত্র ছাড়ার নির্দেশও

হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর গাজ়ায় অভ্যন্তরীণ সহিংসতার ঘটনা ঘটছে বলে খবর। সেই ঘটনায় ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১০:০৮
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

গাজ়ায় হত্যালীলা বন্ধ না-করলে হামাসের বিরুদ্ধে চরম পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, রক্তপাত যদি তারা বন্ধ না-করে, তবে গাজ়ায় ঢুকে হামাসকে হত্যা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না!

Advertisement

হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর গাজ়ায় অভ্যন্তরীণ সহিংসতার ঘটনা ঘটছে বলে খবর। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) দেখা যায়, আট জন প্যালেস্টাইনি হাঁটু গেঁড়ে বসে আছেন। তাঁদের পিছিনে মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন হামাসপন্থীরা। তার পরেই পর পর গুলি করে খুন করা হয় ওই প্যালেস্টাইনিদের! আশপাশে থাকা মানুষজন ওই প্যালেস্টাইনিদের ‘কোল্যাবোরেটর’ বলে মন্তব্য করছে বলেও শোনা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হতেই ট্রাম্প জানান, হামাস কিছু ‘ভীষণ খারাপ গ্যাং’-এর সদস্যদের উপরে হামলা চালাচ্ছে। তবে তাঁর কথায়, ‘‘এটি আমাকে সত্যি খুব একটা বিচলিত করেনি।’’

সেই প্রতিক্রিয়ার দিন দুয়েকের মধ্যে নিজের অবস্থান পাল্টালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, হামাস তাঁর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই সব ঘটনায় তাঁর ধৈর্য খুবই কম। ট্রাম্প বলেন, ‘‘হয় তারা অস্ত্র ছাড়বে, নয়তো আমরা সেই ব্যবস্থা করব। দ্রুত হবে সেই কাজ।’’ মার্কিন প্রেসিডেন্ট এ-ও মনে করেন, এতে রক্ত ঝরবে। কিন্তু এ ছাড়া তাঁর কাছে আর কোনও রাস্তা খোলা নেই!

Advertisement

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছে ইজ়রায়েল এবং হামাস। তার প্রথম শর্তই হল, দু’পক্ষই অস্ত্র ত্যাগ করে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে শান্তির লক্ষে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি, হামাস যদি চুক্তি না মানে, তা হলে আমেরিকা অস্ত্র ছাড়তে বাধ্য করবে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘ওরা যদি অস্ত্র না ছাড়ে, আমরা ওদের অস্ত্র কেড়ে নেব।’’

গত দু’বছর ধরে গাজ়ায় যুদ্ধ চালাচ্ছে হামাস এবং ইজ়রায়েলি। ইজ়রায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর গাজ়ায় ফিরে গিয়েছেন ইজ়রায়েল থেকে মুক্তি পাওয়া প্রায় হাজার দু’য়েক প্যালেস্টাইনি। কিন্তু তার পরেও ভবিষ্যত নিয়ে আশঙ্কা আর অনিশ্চয়তার ভুগছেন গাজ়াবাসীরা। তাঁদের শঙ্কা, কত দিন স্থায়ী থাকবে এই সংঘর্ষবিরতি? আদৌ পুরোপুরি শান্তি ফিরবে গাজ়ায়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement