Indian Harassed in Australia

‘কব্জি থেকে কাটা হাত সুতোর মতো ঝুলছিল’! ফের অস্ট্রেলিয়া, আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত যুবক

৩৩ বছর বয়সি সৌরভ আনন্দ অল্টোনা মিডোজের সেন্ট্রাল স্কোয়ার শপিং সেন্টার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই আততায়ীরা তাঁর উপর হামলা চালায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই আক্রমণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১২:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার অস্ট্রেলিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। বাড়ি ফেরার পথে মেলবোর্নের রাস্তায় তাঁর উপর হামলা করে একদল কিশোর। ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানো হয় তাঁর শরীরের বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে মাথায় পর পর ঘুষি মারে আততায়ীরা। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অস্ট্রেলিয়ায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

‘দ্য অস্ট্রেলিয়া টুডে’ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। ৩৩ বছর বয়সি সৌরভ আনন্দ অল্টোনা মিডোজের সেন্ট্রাল স্কোয়ার শপিং সেন্টার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সেই অতর্কিতে তাঁর উপর হামলা চালানো হয়। আততায়ীরা নির্জন এলাকায় সৌরভকে ঘিরে ফেলে। তার পরে ছুরি উঁচিয়ে পকেট হাতড়াতে শুরু করে। কেড়ে নেওয়া হয় মোবাইল এবং সঙ্গে থাকা টাকাপয়সা। তার পরে সৌরভের মাথায় ক্রমাগত ঘুষি মারতে থাকে হামলাকারীদের এক জন। অন্য এক জন গলায় চেপে ধরে ছুরি। কোপ মারা হয় হাতে এবং পিঠেও।

‘দ্য এজ’-কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার কথা বলতে গিয়ে বার বার কেঁপে ওঠেন সৌরভ। তাঁর কথায়, ‘‘কয়েক সেকেন্ডের মধ্যেই ওরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। আমি তাদের মার আটকাতে হাত মুখের কাছে আনি। সেই সময়ই এক জন আমার হাতের কব্জিতে কোপ বসায়।’’ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন সৌরভ। তাঁর বাঁ হাত ঝুলছিল কব্জি থেকে। সেই অবস্থাতে কোনও ক্রমে আততায়ীদের কবল থেকে নিজেকে বাঁচিয়ে পালান।

Advertisement

স্থানীয়েরা ওই অবস্থায় সৌরভকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশকে। চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন, হয়তো তাঁর বাঁ-হাতটি কব্জি থেকে বাদ দিতে হবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। অস্ত্রোপচার করে আবার হাতটি জোড়া লাগানো সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী দলে পাঁচ জন কিশোর ছিল। তাদের মধ্যে চার জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্য জনের খোঁজ চলছে।

উল্লেখ্য, দিন কয়েক আগে গাড়ি ‘পার্ক’ করাকে কেন্দ্র করে বচসায় দক্ষিণ অস্ট্রেলিয়ায় আক্রান্ত হন এক ভারতীয় যুবক। আক্রান্তের নাম চরণপ্রীত সিংহ। পড়াশোনার সূত্রে বিদেশে রয়েছেন তিনি। সপ্তাহখানেক আগে কিন্টোর অ্যাভেনিউয়ে একটি জায়গায় স্ত্রীকে নিয়ে যান চরণজিৎ। তাঁর দাবি, সেখানে গাড়ি রাখার সময় বিনা প্ররোচনায় একদল স্থানীয় যুবক তাঁকে গালাগালি শুরু করেন। কুৎসিত ভাষায় আক্রমণ করেন। ‘ভারতীয়’ বলে অপমান করে অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয়। তিনি প্রতিবাদ করায় ফল হয় আরও মারাত্মক। দল বেঁধে তাঁকে লাথি-ঘুষি মারতে থাকেন ওই যুবকেরা। মারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement