Russia-Ukraine Ceasefire Meeting

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প এবং পুতিন বৈঠকে বসতে পারেন তুরস্কে, জানালেন প্রেসিডেন্ট এর্ডোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের দাবি, ট্রাম্প তাঁকে জানিয়েছেন, পুতিন যদি ইস্তানবুল বা আঙ্কারায় আসেন তবে তিনিও বৈঠকে যোগ দিতে আসবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৭:৫৮
Share:

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, রিচেপ তায়িপ এর্ডোগান। —ফাইল চিত্র।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে তুরস্কে ওই বৈঠক হতে পারে বলে বৃহস্পতিবার সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান জানিয়েছেন।

Advertisement

নেদারল্যান্ডসের দ্য হেগে আমেরিকার নেতৃত্বধীন সামরিক জোট নেটোর শীর্ষবৈঠক শেষে তুরস্কে ফেরার পরে এর্ডোগান বলেন, ‘‘আমাদের লক্ষ্য শীর্ষ নেতৃত্বের আলোচনায় সহায়তা করে শান্তির পথের সূচনা করা। ট্রাম্প জানিয়েছেন, পুতিন যদি ইস্তানবুল বা আঙ্কারায় আসেন তবে তিনিও বৈঠকে যোগ দিতে আসবেন।’’

প্রসঙ্গত, গত ১৭ মে ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে প্রথম বার মুখোমুখি বৈঠকে বসেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে প্রতিনিধিদলের নেতা হিসাবে পাঠিয়েছিলেন। সেই বৈঠকে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐকমত্য হলেও যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই আবহে গত ২০ জুন রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা জানিয়েছিলেন, যুদ্ধবিরতির জন্য কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement