Donald Trump on Russia China

জিনপিং না পুতিন, কাকে সামলানো বেশি কঠিন? বলে দিলেন ট্রাম্প! দাবি, ‘সহজ’ যুদ্ধটাই থামাতে পারেননি

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাকে সামলানো বেশি কঠিন বলে মনে করেন তিনি? সাবধানি উত্তর দিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৩:২৬
Share:

(বাঁ দিক থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যে যুদ্ধ থামানো ‘সবচেয়ে সহজ’ বলে মনে করেছিলেন, সেটাই এখনও থামাতে পারেননি। মেনে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ২০২২ সাল থেকে যুদ্ধ চলছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসার আগেই ট্রাম্প দাবি করেছিলেন, এই যুদ্ধ নিমেষে থামিয়ে দিতে পারবেন। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। এমনকি, যে সময়ে এই যুদ্ধ শুরু হয়েছে, সে সময়ে তিনি নিজে আমেরিকার ক্ষমতায় থাকলে যুদ্ধটাই হত না বলে দাবি করেছিলেন। কিন্তু টানা চেষ্টার পরেও রাশিয়া-ইউক্রেনর দ্বন্দ্বের সমাধান মেলেনি।

Advertisement

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুতিন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাকে সামলানো বেশি কঠিন বলে মনে করেন তিনি? কোনও এক জনকে বেছে নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। বরং দু’জনকেই ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

মার্কিন সংবাদমাধ্যমে জিনপিং-পুতিন সংক্রান্ত প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, ‘‘দু’জনেই খুব শক্তিশালী নেতা। ওঁরা এমন ধরনের মানুষ, যাঁদের হেলাফেলা করা যায় না। খুব গুরুত্ব দিয়ে ওঁদের বিষয়টা দেখা দরকার।’’ ট্রাম্পের মতে, দু’জনকেই সামলানো কঠিন। কারণ, দু’জনেই কঠিন মানুষ, বিচক্ষণ মানুষ।

Advertisement

জিনপিং এবং পুতিনের কথা বলতে গিয়ে ট্রাম্প আবার দাবি করেছেন, তিনি সেপ্টেম্বরের মধ্যে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্প বলেন, ‘‘নবম মাসের আগেই আমি আটটি যুদ্ধ থামিয়ে দিয়েছি। একটা ক্ষেত্রেই এখন সাফল্য আসেনি— রাশিয়া-ইউক্রেন। তবে সেটাই আসবে। আমি আসলে ভেবেছিলাম, এটাই থামানো সবচেয়ে সহজ হবে। কারণ, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল।’’ কী ভাবে এত যুদ্ধ থামালেন? ট্রাম্পের কথায়, ‘‘দেশ হিসাবে আমাদের সকলে শ্রদ্ধা করে। সেই কারণেই এত যুদ্ধ থামাতে পেরেছি। তা ছাড়া, বাণিজ্য সমঝোতা তো যুদ্ধ থামানোর একটা অন্যতম কারণ।’’

ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে যে পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে, তা আর কোনও দেশের কাছে নেই। সম্প্রতি তিনি আমেরিকার পরমাণু অস্ত্রের পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, রাশিয়া এবং চিনও গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করে থাকে, তবে তা সকলকে জানায় না। ট্রাম্পের কথায়, ‘‘আমি অস্ত্র পরীক্ষা করতে বলেছি কারণ, রাশিয়াও এ বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে। উত্তর কোরিয়া তো সারাক্ষণ পরীক্ষা চালিয়ে যাচ্ছে। অন্য দেশও করছে। আমরাই শুধু এত দিন পরীক্ষা না করে বসেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement