সাধারণত বলা হয়ে থাকে দেবীর মর্ত্যে আগমন ঘটে তিন বাহনের মাধ্যমে, যথা গজ, দোলা বা নৌকা। তিনি বাপের বাড়ি থেকে কৈলাশ-ও ফেরেন এই তিন বাহনের একটিতেই। কিন্তু এ কী! দেবীর যে এ বারের বাহন মেট্রো হয়ে গিয়েছে!
আরও পড়ুন:
সদ্যই একটি ভিডিয়ো নেটপাড়ায় ঝড় তুলেছে। সেখানেই দেখা যাচ্ছে ছোট্ট দেবী দুর্গা সাজুগুজু করে মেট্রো ধরতে এসেছেন বাপের আসবেন বলে। কোনও কারণে তিনি আবার যারপরনাই রেগেও গিয়েছেন। ভাবছেন এ সব কী?
সম্প্রতি যে ভিডিয়ো নেটপাড়ায় সকলের নজর কেড়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের কোনও একটি মেট্রো স্টেশনে এক খুদে দুর্গা সাজে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, দুই পাশে আবার গোলাপ ফুল লাগানো মাথায়। হাতে রয়েছে আলতা, কপালে ত্রিনয়ন আঁকা। তিনি বাপের বাড়ি আসছেন ৪ দিনের জন্য, তার জন্য জামাকাপড় লাগবে না! তাই তো পাশে আবার একটা নীল ট্রলিও দেখা যাচ্ছে। ছোট্ট দেবী দুর্গার কোলে রয়েছে আরও ছোট্ট গণেশ! সন্তান-সহ সমস্ত লটবহর নিয়ে তিনি মেট্রোর অপেক্ষায় রয়েছেন বাপের বাড়ি আসবেন বলে!
তবে তিনি বেজায় বিরক্ত মেট্রোয় না উঠতে পেরে। তাই রেগে গিয়ে নির্দেশ-ও দিচ্ছেন। খুদের এই কাণ্ড দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটনাগরিকরা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।