পুজোর আগেই ছোট পর্দায় একের পর এক তারকার প্রত্যাবর্তন ঘটছে। যে অভিনেতা, অভিনেত্রীদের কর্মজীবন শুরু হয়েছিল টেলিভিশনের হাত ধরে, তাঁরাই একটা সময় পা রেখেছেন বড় পর্দা থেকে ওয়েব দুনিয়ায়। দাপিয়ে কাজ করেছেন বিনোদনের সেই মাধ্যমেও। তাঁদের কাজে বারংবার মুগ্ধ করেছেন দর্শকদের। এ বার আরও এক বার তাঁদের অনেককেই ছোট পর্দায় দেখা যেতে চলেছে।