উপকরণ- ছ’টি পটল, ১৫০ গ্রাম খোয়া, ১৮০ গ্রাম দুধ, ৬৫গ্রাম চিনি, দু’টি এলাচ, পরিমাণ মতো নুন।
০৭১৩
এই মিষ্টির জন্য যে সিরাপ বানানো হবে, তার জন্য লাগবে- ২০০ গ্রাম জল, ১৩০ গ্রাম চিনি, খাওয়ার উপযোগী সবুজ রং পরিমাণ মতো এবং এক টেবিল চামচ গোলাপ জল।
০৮১৩
প্রথমেই ভাল করে পটলগুলির খোসা ছাড়িয়ে ভিতরের সমস্ত দানাগুলি বার করে নিতে হবে।
০৯১৩
তার পরে ফোটানো গরম জলে ঠিক দেড় মিনিট পটলগুলিকে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে সবুজ সিরাপের মধ্যে।
১০১৩
সবুজ সিরাপটি বানানোর পদ্ধতি খুবই সহজ। প্রথমে ১৩০ গ্রাম চিনির সঙ্গে জল দিয়ে কড়াই বসাতে হবে আগুনে। জল ফোটার সময়েই তার মধ্যে দিয়ে দিতে হবে সবুজ রং।
১১১৩
সিরাপ গাঢ় হয়ে এলে তাতে পটল দেওয়ার পালা। পটল নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে তাতে মিশিয়ে নিতে হবে অল্প একটু গোলাপ জল।
১২১৩
অপর দিকে অন্য একটি কড়াইতে হালকা ফোটানো দুধে খোয়া ক্ষীর, চিনি, এলাচ এবং এক চিমটি নুন দিয়ে একটা গাঢ় পুর তৈরি করে নিতে হবে।
১৩১৩
পুর ঠান্ডা হলে পটলের মধ্যে তা ভরে নিয়ে উপর থেকে ছড়িয়ে নিন কাজু, পেস্তার টুকরো। ব্যস, তাহলেই তৈরি সহজ সরল ক্ষীর পটল। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)