এই বছর মিষ্টির দোকান থেকে কেনার বদলে বাড়িতেই বানিয়ে নেন লবঙ্গ লতিকা
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৩:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
লবঙ্গ লতিকা ছাড়া ভাইফোঁটার মিষ্টির থালা ঠিক সম্পূর্ণ মনে হয় না। কিন্তু এই বছর যদি মিষ্টির দোকান থেকে কেনার বদলে বাড়িতেই বানিয়ে নেন এটি? মন্দ হবে না, বিশেষ করে যখন লবঙ্গ লতিকা বানানোর পদ্ধতি এতটাই সহজ! তা হলে চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি।
০২১৫
লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রয়োজন ময়দা, লবঙ্গ, চিনি, সাদা তেল, সামান্য নুন, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, এবং ঘি।
০৩১৫
সবার আগে দেড় কাপ ময়দা নিন। এ বার এটিকে প্রথমে সাদা তেল এবং সামান্য নুন দিয়ে মাখুন। তার পর পরিমাণ মতো জল দিয়ে মেখে একটা ডো বানান।
০৪১৫
নরম করে ডো মেখে অন্তত আধ ঘণ্টার জন্য সরিয়ে রেখে দিন।
০৫১৫
এ বার হাফ লিটার দুধ ওভেনে বসান। ভাল করে ফুটিয়ে তাতে আধ কাপ গুঁড়ো দুধ দিন। ভাল করে নাড়তে থাকুন।
০৬১৫
যখন লিকুইড দুধের তরল ভাব টেনে আসবে একদম, দেখবেন ক্ষীর তৈরি হয়ে গিয়েছে সুন্দর। এ বার এটিকে ঠান্ডা হতে দিন।
০৭১৫
তত ক্ষণ চিনির সিরা বানিয়ে নিন। একটি পাত্রে দুই কাপ চিনি, পরিমাণ মতো জল দিয়ে ভাল করে নাড়তে থাকুন। ঘন করে চিনির সিরা বানিয়ে নিন।
০৮১৫
এ বার যে ডো মেখে রেখেছিলেন সেটার থেকে ছোট ছোট লেছি কেটে নিন। লুচির মতো করে পাতলা ভাবে বেলে নিন।
০৯১৫
এর চার দিকে জল বা সাদা তেল দিয়ে, মাঝে ক্ষীর দিয়ে দিন। তার পর চার কোণা করে মুড়ে, মাঝে একটা লবঙ্গ গেঁথে দিন।
১০১৫
ব্যস তৈরি লবঙ্গ লতিকা। এ বার এটিকে ভাজার পালা।
১১১৫
ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দেবেন। ডুবো তেলে ভাজা হবে সেই মতো তেল দেবেন।
১২১৫
তেল গরম হলে লবঙ্গ লতিকাগুলি ছেড়ে দিন তাতে। আঁচ কম রাখবেন। ভাল করে ভেজে নিন।