প্রথম বারের শারদোৎসব আয়োজনেই সকলকে চমকে দিতে প্রস্তুত লন্ডনের বং জংশন। এ বছর (২০২৫) থেকেই বং জংশন কর্তৃপক্ষ বিলেত-ভূমে দুর্গাপুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
পুজোয় দেবী প্রতিমা থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা তথা থিম - সবেতেই থাকছে চমক। প্রথম বারের পুজো অনুষ্ঠিত হবে সার্বিটন (কেটিসিক্স৪টিইউ)-এর সার্বিটন হিল রোড লাগোয়া হলিফিল্ড স্কুলে।
উদ্যোক্তারা জানিয়েছেন, আদ্যোপান্ত বাঙালি আবেগ জড়িয়ে থাকছে তাঁদের এই আয়োজনের সঙ্গে। একই সঙ্গে স্থানীয় গুজরাটি জনগোষ্ঠীর সঙ্গেও সমন্বয় রাখছেন তাঁরা। যা ভারতীয় বহুত্ববাদের প্রতীক হয়ে উঠবে বলেই আশাবাদী আয়োজকরা।
পুজোর প্রতিমা গড়েছেন কলকাতার শিল্পী উত্তম পাল। তাঁর হাতের ছোঁয়ায় 'পদ্মাসনে মা দুর্গা' যেন জীবন্ত হয়ে উঠেছেন। সামগ্রিক ভাবে প্রথম বারের এই আয়োজনের থিম হল - 'ভিড়ের মধ্যে দুর্গা খুঁজো, এ বার অন্য রকম দুর্গা পুজো'।
তবে, পুজো মণ্ডপ সাজানো হবে 'রেলওয়ে' থিমে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যেক প্রবাসী বাঙালি তথা ভারতীয়ের আবেগ। পুজোয় চণ্ডীপাঠের আয়োজন থাকছে। সেই সঙ্গেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পপ মিউজিক কনসার্ট, বিউটি কনটেস্ট এবং কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুডের স্টল।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।