আকাশে-বাতাসে এখন শুধুই ঢাকের বাদ্যি আর শিউলির গন্ধের মিতালী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এসেই পড়ল! এ তো কেবল চার-পাঁচ দিনের আনন্দ নয়, এ যেন মন ভাল করা এক দীর্ঘ অপেক্ষা। মহালয়া পড়তেই এখন প্যান্ডেলে-প্যান্ডেলে ভিড়। পুজোর সাজে চমকে দেওয়ার আশায় কেনাকাটার পর্বও শুরু হয়ে যায় ঢের আগে থেকেই। তবে ফ্যাশনের পাশাপাশি যদি দেবীর কৃপা মেলে, মন্দ কী? শাস্ত্র বলছে, পুজোর দিনে সঠিক রং বেছে পোশাক পরলেই নাকি মিলতে পারে দেবী দুর্গার আশীর্বাদ। ভাবছেন, কোন তিথিতে কোন রং আপনার জন্য শুভ?
আরও পড়ুন:
পঞ্চমীতে দেবী স্কন্দমাতার পুজো, তাই এই দিনের জন্য একখানা ধবধবে সাদা পোশাক তুলে রাখুন। এ বার আসা যাক প্রধান পাঁচ দিনের সাজে। ষষ্ঠীতে দেবীর বোধন, তিনি এদিন কাত্যায়নী রূপে পূজিতা হন। কাত্যায়নীর প্রিয় রং লাল। তাই ষষ্ঠীর দিন লাল রঙের শাড়ি বা পাঞ্জাবি অবশ্যই পরা ভাল। সপ্তমীতে দেবীর কালরাত্রি রূপের পুজো। দুর্গার এই রূপের পছন্দের রং হল নীল। এই দিনে ময়ূরকণ্ঠী রঙের পোশাকও শুভ বলে মনে করা হয়। উৎসবের সেরা দিনটি অষ্টমী। এ দিন দেবী মহাগৌরী রূপে পুজো পান। এই দেবীর প্রিয় রং গোলাপি। তাই অষ্টমীর সন্ধিপুজোয় নতুন পোশাকে গোলাপি রং থাকতেই পারে। নবমীতে দুর্গার সিদ্ধিধাত্রী রূপের পুজো হয়। বেগুনি রং হল দেবীর এই রূপের খুব পছন্দের। পুজোর চতুর্থ দিনের জন্য তাই একখানা বেগুনি রঙের নতুন পোশাক রাখতে পারেন।
আর উৎসবের শেষ দিন, মন খারাপের দশমী? দেবীকে বরণ করার জন্য এ দিন সাদা এবং লাল রঙের পোশাক রাখা শুভ। এই রং সুখ-সমৃদ্ধির লক্ষণ।
আরও পড়ুন:
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।