কলকাতার প্রথম রেট্রো ডাইনিং রেস্তরাঁ হিসেবে ইতিমধ্যেই বেশ নাম করেছে এই জায়গাটি। সাদার্ন অ্যাভিনিউয়ের বুকে গড়ে ওঠা এই রেস্তরাঁর আমেজটাই যেন রেট্রো বা পুরনো ধরনের। পরিবারের সকলকে নিয়ে নির্ভেজাল আড্ডা ও আনন্দের জন্য আদর্শ। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই রেস্তরাঁ, তাই নিজের সুবিধে অনুযায়ী চলে যেতে পারেন মধ্যাহ্নভোজ বা নৈশভোজে।