মাটিতে বসে খাওয়াদাওয়ার চল হোক বা প্রিয়জনদের সঙ্গে মাটিতে বসে জমিয়ে বৈঠকি আড্ডা— এই রেওয়াজ আর বাঙালির বাড়িতে নেই বললেই চলে। সময়ের অভাবে এমন অনেক ইচ্ছেই আজ ভাবনার অতীত। আচ্ছা বলুন তো, শেষ কবে ময়দানের সবুজ ঘাসের উপর বসে আড্ডা জমিয়েছিলেন? মনে পরছে না তো? সামনেই পুজো। আর এই পুজোতেই মিটবে আপনার যাবতীয় আক্ষেপ। উৎসবের মরসুমে বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের সঙ্গে আড্ডা দেওয়ার সুন্দর আয়োজন করে রেখেছে দক্ষিণ কলকাতার ‘বিউন-দ্য কফি রুম’।
কাফেতে ঢুকেই চক্ষু একেবারে চড়কগাছ! টেবিল আছে তবে চেয়ারের পাত্তা নেই! আসলে জাপানি কায়দায় চেয়ারের কাঠামোয় নরম কুশনের উপর বসে নীচু ডাইনিং টেবিলে খাওয়াদাওয়ার আয়োজনেই এই কাফে বাজিমাত করেছে, যা মন কাড়তে পারে আপনারও!
গত বছরের শেষেই ‘বিউন’ কাফের পথ চলা শুরু। আজকাল কাফে বলতে শুধু কফি আর স্ন্যাক্স তা মোটেই বোঝায় না। কাফেতে বসেও বাঙালি পছন্দ করে পেট ভরানো চাইনিজ, কন্টিনেন্টাল। শুধু কি তাই? এই কাফেতে আরও পাবেন বাঙালির সাধের সাদা ভাত আর কষা মাংসও। এক কাফেতেই যদি আপনি ব্রেকফাস্ট থেকে ডিনার সবই সারতে পারেন তা হলেই বা মন্দ কী! ‘বিউন’ আপনার জন্য রেখেছে সেই সুবিধাই। পুজোয় থাকছে বিউন স্পেশাল পুজোর মেনু। সেই মেনুতে পাবেন টুনা স্যালাড, চিকেন মোমো, ফিশ ফিঙ্গার, হরেক রকম পাস্তা, চাইনিজ কম্বো। পুজোয় প্যান্ডেল হপিংয়ের ফাঁকে যদি আপনার দুপুরের আবার নিয়ে মাথাব্যথা থাকে, সে ক্ষেত্রেও এই কাফে আপনাকে নিরাশ করবে না। চিকেন কড়াই, মটন কারি, পনির মাখনি, জিরা রাইস ছাড়াও রকমারি সুস্বাদু খাবারের সম্ভার মিলবে এই কাফেতে।