উৎসব এসে কড়া নাড়ছে দোরগোড়ায়। তার পরেও ক্যাফেতে যাওয়ার বাধাহীন দিন আসছে কোথায়! প্রিয়জনের মুখোমুখি বসে কফির পেয়ালায় চুমুক এখন যেন ফেলে আসা অতীত। বাড়িতে কি তেমন আড্ডার আয়োজন সম্ভব?
কফির সঙ্গে খাওয়ার মতো টুকটাক স্ন্যাক্স তো কম-বেশি সব বাড়িতেই রান্না হয়। সমস্যা কি শুধু ওই রেস্তরাঁ স্টাইল কফিটি নিয়ে?তা হলে ভরসা করতে পারেন এই সহজ রেসিপিতে। মাত্র ৪০-৫০ টাকা খরচ করলেই রেস্তরাঁ স্টাইল কফি একেবারে ধোঁয়া ওঠা কাপে বা বরফ-শীতল গ্লাসে এ বার আপনার হাতে।
স্বাদে অতুলনীয় বলেই এই কফি লকডাউনে অনেকেই বানিয়েছেন। আদতে ভারত ও পাকিস্তানে এই কফির জন্ম। কিন্তু অনেক ক্ষণ ধরে ফেটিয়ে এ কফি বানাতে হত বলে তার নাম ছিল ‘ফেঁতি হুঁই’। পরে ম্যাকাও ও কোরিয়ায় এই রেসিপি যেতে তা আর একটু কায়দা-কানুন করে আরও স্বাদু করে তোলা হয়। তখন এই কফির নাম হয় ‘ডালগোনা’।