আচ্ছা এ বারের পুজোর ভোজে বাঙালির অতি পরিচিত মালপোয়াকে একটু অন্য রূপে পরিবেশন করলে কেমন হয়? এ ক্ষেত্রে দই মালপোয়া একটি চমৎকার বিকল্প হতেই পারে। যা আপনার পুজোর মিষ্টির থালায় নতুনত্ব আনবে। এই মিষ্টি যেমন সুস্বাদু, তেমনই এর প্রস্তুতি ও রন্ধনপ্রণালীও খুব সহজ। আসলে দই ব্যবহারের ফলে এই মালপোয়া আরও বেশি নরম ও তুলতুলে হয়।
প্রয়োজনীয় উপকরণ: দই মালপোয়া তৈরির জন্য প্রধান উপকরণগুলি হল - ময়দা: ১ কাপ, সুজি: ১/২ কাপ, টক দই: ১ কাপ, চিনি: ১/২ কাপ (ব্যাটারের জন্য), মৌরি: ১/২ চামচ, ছোট এলাচ গুঁড়ো: ১/৪ চামচ, জল: প্রয়োজন মতো, ভাজার জন্য তেল বা ঘি। এ ছাড়াও চিনির সিরা তৈরি করার জন্য লাগবে - চিনি: ২ কাপ, জল: ১.৫ কাপ, ছোট এলাচ: ২-৩টি।