দুর্গাপুজো শেষ, বিজয়ার শুভেচ্ছা জানানোর পর্ব শুরু। এই সময়ে আত্মীয়-বন্ধুদের আপ্যায়নে মিষ্টিমুখ করানো বাঙালির এক চিরন্তন সংস্কৃতি। এ বছর দোকান থেকে মিষ্টি না কিনে, নিজের হাতে বাড়িতেই তৈরি করুন ঐতিহ্যবাহী ও সুস্বাদু 'গজা'। খুব কম উপকরণে, সহজেই তৈরি করা যায় এই মুচমুচে মিষ্টি। কী ভাবে বানাবেন? দেখে নিন ধাপে ধাপে।
বাড়িতেই মিষ্টি গজা তৈরি করার জন্য চাই - ময়দা: ২ কাপ (২৫০ গ্রাম), ঘি বা তেল (ময়ান দেওয়ার জন্য): ৪ টেবিল চামচ, বেকিং সোডা: ১/৪ চা চামচ (ঐচ্ছিক), জল: পরিমাণ মতো (ঠান্ডা জল হলে ভাল)। এ ছাড়াও চিনির সিরা বা রস তৈরির জন্য লাগবে - চিনি: ২ কাপ, জল: ১ কাপ, ছোট এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ (গন্ধ ও স্বাদের জন্য)।