প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

চপ-কাটলেট থেকে ইডলি-দোসা, কলকাতার কালীঘাট যেন স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য!

আপনি যদি হন 'স্ট্রিট ফুড লাভার', তা হলে কিন্তু এই এলাকা আপনার জন্য একেবারেই আদর্শ। এখানে রয়েছে ছোট-বড় অসংখ্য খাবারের দোকান এবং স্টল।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে যেতে পারেন কালীঘাট চত্বরে। আশপাশের মণ্ডপে মণ্ডপে ঘোরার ফাঁকেই পেটের ভিতর খিদে চাগাড় দিয়ে উঠেছে? আপনি যদি হন 'স্ট্রিট ফুড লাভার', তা হলে কিন্তু এই এলাকা আপনার জন্য একেবারেই আদর্শ। এখানে রয়েছে ছোট-বড় অসংখ্য খাবারের দোকান এবং স্টল। কালীঘাটে ঠাকুর দেখতে গেলে যে সব দোকান বা স্টলের খাবার চেখে দেখা যেতে পারে, সেগুলির মধ্যে রয়েছে -

মহারাজ স্ন্যাক্স:

ঠিকানা - ১৯৫এ, শরৎ বোস রোড, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা - ৭০০০২৯।

দোকানটি মূলত স্ন্যাক্স ও ফাস্ট ফুডের জন্য বেশ জনপ্রিয়। সাধারণত এই ধরনের দোকানে আপনি টিফিন বা জলখাবার খেতে পারেন।

মা কালী ফাস্ট ফুড সেন্টার:

ঠিকানা - রাসবিহারী অ্যাভিনিউ, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা - ৭০০০২৬।

এই দোকান মূলত দক্ষিণ ভারতীয় বিভিন্ন খাবারের জন্য পরিচিত। নানা ধরনের দোসা, ইডলি, বড়া এবং বিভিন্ন স্বাদের চাটও পাওয়া যায় এখানে।

রাধুবাবুর চায়ের দোকান:

ঠিকানা - ৮এ, জনক রোড, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা - ৭০০০২৯।

এটি একটি ঐতিহ্যবাহী চায়ের দোকান। যা শুধুমাত্র চায়ের জন্য নয়, তার ‘টা’-এর জন্যও বিখ্যাত। এখানে সকালে চা, কফি, অমলেট, পোচ এবং টোস্ট পাওয়া যায়। বিকেলে পাবেন বিভিন্ন ধরনের ভাজাভুজি। এখানকার চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, কবিরাজি ও মাটন চপ প্রভৃতির খ্যাতি আছে আজও। এ ছাড়া, এখানকার চিকেন স্ট্যু এবং মাটন স্ট্যু যথেষ্ট জনপ্রিয়।

পেটুক:

ঠিকানা - ১১০, হাজরা রোড, কালীঘাট, কলকাতা - ৭০০০২৬।

এটি একটি জনপ্রিয় রেস্তরাঁ, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানকার মেনুতে সাধারণত ভাত, ডাল, ভাজা, সবজি, চিকেন, ডিম এবং মাছের কারি দিয়ে তৈরি থালি পাওয়া যায়। এ ছাড়াও আছে কাবাব, চিলি চিকেন এবং অন্যান্য চিনা খাবারও।

ম্যাগিওয়ালা:

ঠিকানা - গ্রাউন্ড ফ্লোর, ১১এইচ, মনোহর পুকুর রোড, হাজরা, কালীঘাট, কলকাতা - ৭০০০৪৫।

নামেই বোঝা যায়, এই দোকানটি বিভিন্ন ধরনের ম্যাগি পরিবেশন করে। এখানে প্লেন চিলি গার্লিক ম্যাগি, চিজি ম্যাগি এবং এগ ম্যাগি-সহ নানা ধরনের ম্যাগি পাওয়া যায়।

পুনশ্চ: দোকানগুলিতে পৌঁছে যেতে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Kolkata Street Foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy