'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...' মঙ্গল চেয়ে ভ্রাতৃদ্বিতীয়ার দিন দিদি-বোনেরা ভাই বা দাদাদের কপালের চন্দনের ফোঁটা দেয়। সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে। বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন্যতম এটি। এই বছর ভাইফোঁটা কবে পড়েছে? শুভ সময়ই বা কখন। চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। কোনও কোনও বাড়িতে আবার প্রতিপদেও ভাইফোঁটা হয়ে থাকে।
কিন্তু এই বছর ভ্রাতৃদ্বিতীয়া কবে পড়েছে, ২২ না ২৩ তারিখ? হিসেব মতো ভ্রাতৃদ্বিতীয়া বুধবার, ২২ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে। যাঁদের প্রতিপদে ফোঁটা দেওয়ার নিয়ম, তাঁদের তিথি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিপদ ২১ অক্টোবর বিকেল ৪টে ২৫ মিনিটে শুরু হয়েছে, যা চলবে ২২ অক্টোবর ৬টা ১৫ পর্যন্ত। ভ্রাতৃদ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর ৬টা ১৫ মিনিট থেকে, চলবে ২৩ অক্টোবর রাত ৮টা ১৯ পর্যন্ত। ফলে চাইলে বুধবার সন্ধ্যা ৬.১৫ এর পরও ভাইফোঁটা দেওয়া যাবে, যাঁদের বাড়িতে ভ্রাতৃদ্বিতীয়ায় ফোঁটা দেওয়ার নিয়ম। এ ছাড়া বৃহস্পতিবারের প্রায় গোটা দিন তো আছেই!
আরও পড়ুন:
ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়াকে যম দ্বিতীয়াও বলে থাকেন অনেকে। পৌরাণিক কাহিনি অনুযায়ী, যমরাজ তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। সেই থেকে শুরু হয় ভ্রাতৃদ্বিতীয়া।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।