প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

পুজোয় চাই সিক্স প্যাক? ঘুরে আসতে পারেন কলকাতার এই ৭টি জিম থেকে

রইল কলকাতার আশেপাশের কয়েকটি জিমের হদিশ, যেগুলি পুজোর আগে আপনার শরীরকে মনের মতো করে গড়ে দিতে পারে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৩:০২
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কে না চায়, সুস্থ, সুঠাম, পেশিবহুল শরীরের অধিকারী হতে! তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোর সময় সেই হিড়িক অনেকটা বেড়ে যায়। স্থানীয় জিমখানায় মুগুর ভাজা থেকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ভারত্তোলন, যেন তেন প্রকারে চলে শরীরচর্চা। লক্ষ্য পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলতে হবেই। যে কারণে ঠিক পুজোর আগে শহরজুড়ে জিমগুলিতে ক্রমাগত ভিড় বাড়তে থাকে। এবং এর ফলে অনেক ক্ষেত্রেই সঠিক প্রশিক্ষকের অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

তাই এমন জিমেই ভর্তি হওয়া উচিত যেখানে সঠিক প্রশিক্ষকের পাশাপাশি বিভিন্ন সুবিধা পাওয়া যেতে পারে। এই প্রতিবেদনে রইল কলকাতার আশেপাশের কয়েকটি জিমের হদিশ, যেগুলি পুজোর আগে আপনার শরীরকে মনের মতো করে গড়ে দিতে পারে। অবশ্য এর দায়িত্ব নিতে হবে আপনাকেই।

গ্রিট ফিটনেস, চিত্তরঞ্জন অ্যাভেনিউ

শহর কলকাতার অন্যতম সেরা জিমগুলির মধ্যে প্রথমেই আসে চিত্তরঞ্জন অ্যাভেনিউর নাম। এই জিমের মূল মন্ত্র হল ‘প্রত্যেক ব্যক্তি যেন সুস্থ, ও ফিট জীবনকে উপভোগ করে।’

ঠিকানা: ১৭৪, সি.আর. অ্যাভেনিউ, শ্যাম মার্কেট, প্রথম তল, রাম মন্দির। মহাজাতি সদনের ঠিক পাশে। কলকাতা - ৭০০০০৭

বার্ষিক খরচ: ২০,০০০টাকা

ফিজিওম্যাক্স জিম, কলকাতা

কলকাতার বুকে অন্যতম সেরা এই জিমটি প্রতিষ্ঠা করেন ডাঃ এস সিনহা। ডাঃ মেঘনা শর্মা ও ডাঃ রুপম শর্মা এর তত্ত্বাবধানে এই জিম আপনাকে দিতে পারে সুস্থ ও স্বাভাবিক জীবন।

ঠিকানা: দমদম শাখা – ২৪০, যশোর রোড, ক্লাইভ হাউস, নাগেরবাজার, কলকাতা – ৭০০০২৮

সল্টলেক শাখা – সি এল ২৩৬, প্রথম তল, সেক্টর ২, কলকাতা - ৭০০০৯১

বার্ষিক খরচ: ১২,০০০ টাকা

রাস ফিটনেস , কলকাতা

কলকাতার সেরা জিমগুলির মধ্যে যার কথা না বললেই নয়, সেটি হল রাস ফিটনেস জিম। এই জিমে রয়েছে বিশ্বমানের যন্ত্রপাতি যা আপনার শরীরকে করে তুলবে আপনার মনের মতো আকারের।

ঠিকানা: আলিপুর শাখা – রিমাউন্ত রোড, কলকাতা – ৭০০০২৭

ক্যামাক স্ট্রিট শাখা – ২২, ক্যামাক স্ট্রিট, ষষ্ঠ তল, প্যান্টালুনস এর উপরে কলকাতা – ৭০০০১০

বার্ষিক খরচ: ২৭,৬০০০ টাকা

এন্দ্রফিন্স – কারেকটিভ এক্সাসাইজ স্টুডিয়ো

এন্দ্রফিন্স – কারেকটিভ এক্সাসাইজ স্টুডিয়ো আপনাকে উপহার দিতে পারে একটি (সম্পূর্ণ )সুস্থ জীবনধারা। আপনার সুস্থ জীবনধারাই হল এদের মুল মন্ত্র।

ঠিকানা: বালিগঞ্জ শাখা - ২৩/১, রুস্তামজী স্ট্রিট, বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ, কলকাতা – ৭০০০১৯

আলিপুর শাখা – ১৯ এ,প্রথম তল ,রাজ কিরন বিল্ডিং, আলিপুর রোড কলকাতা - ৭০০০২৭

বার্ষিক খরচ: ২৪,০০০ টাকা

কর্মা ফিটনেস

এক দশকর বেশি সময় ধরে এই জিম কলকাতার বুকে বহু মানুষকে উপহার দিয়েছে সুস্থ ও সুন্দর জীবন।

ঠিকানা: লেক অ্যাভিনিউ শাখা – ১৯, লেক অ্যাভিনিউ, মেনকা সিনেমা হলের পাশে, কলকাতা ৭০০০২৯

শরৎ বোস রোড শাখা – পি ,২৩ রাজা বসন্ত রায় রোড ,কলকাতা - ৭০০০২৯

বার্ষিক খরচ: ২২,০০০ টাকা

এশিয়ান ফিটনেস সেন্টার, আনন্দপুর

এশিয়ান ফিটনেস সেন্টার কলকাতার সেরা জিমগুলির মধ্যে একটি। কম খরচে উন্নত যন্ত্রপাতি, দক্ষ প্রশিক্ষক এর সঙ্গে এই জিম হয়ে উঠতে পারে আপনাকে সুস্থ রাখার সেরা ঠিকানা।

ঠিকানা: ইস্ট কলকাতা টাউন শিপ শাখা – ৩৩ আর আর প্লট রুবি , রেল বিহারের নিকট, আনন্দপুর, কলকাতা – ৭০০১০৭

বার্ষিক খরচ: ৭৫০০টাকা

রাগা ফিটনেস স্টুডিয়ো , এলগিন রোড

শরীরের বিভিন্ন অঙ্গের প্রয়োজন বুঝে দক্ষ প্রশিক্ষের তত্তাবধানে এই জিম আপনাকে পুজোর আগে করে তুলতে পারে সুঠাম ও পেশিবহুল চেহারার অধিকারী।

ঠিকানা: ৩২, কালীঘাট রোড, যতীন দাস পার্ক, পটুয়া পাড়া, ভবানীপুর, কলকাতা – ৭০০০২৫

বার্ষিক খরচ: ২৫,০০০টাকা

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Fitness Gym
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy