ধনতেরাসের দিন অনেকেই সোনা কেনেন। নিদেনপক্ষে রুপোর জিনিস তো বটেই। কখনও কখনও তো সামর্থের বাইরে গিয়ে অনেকে সোনা কেনেন। আর উৎসবের মরসুম শেষ হতে না হতেই শুরু হবে বিয়ের মরসুম। আর এ সবের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। মধ্যবিত্তের নাগালের মধ্যে থেকে প্রায় ফসকে যেতে বসেছে এই হলদে ধাতু। ধনতেরাসের আগে কত হল সোনার দাম?
প্রতি দিনই সোনা এবং রুপোর দাম নিত্যনতুন রেকর্ড গড়ছে। ধনতেরাসের মুখে বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম সকাল সাড়ে ৯টা নাগাদ বেড়ে হয় ১ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রুপোর ক্ষেত্রে সকালে প্রতি কেজি অনুযায়ী দাম ছিল ১ লাখ ৮৯ হাজার টাকা।
তবে দেশের বিভিন্ন প্রান্তে সোনার দামের পার্থক্য দেখা গিয়েছে। এ দিন সবথেকে সস্তায় সোনা বিক্রি হচ্ছে রায়পুরে, যেখানে দাম ১,২৮,০১০ টাকা প্রতি ১০ গ্রামে। আর সবথেকে দামী ভোপাল এবং ইন্দোরে। সেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,২৭,২১০ টাকা।
পাটনায় রুপো সবথেকে সস্তায় বিক্রি হচ্ছে। সেখানে প্রতি কেজির দাম ১,৬৪,২১০। ভোপাল এবং ইন্দোরে বেশি, ১,৬৪,৬৫০ প্রতি কেজি।
ফলে এই ধনতেরাসে ছোট সোনা বা রুপোর জিনিস কিনতেও যে মধ্যবিত্তের পকেটে বেজায় চাপ পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।