পুজোর ক’দিন জমিয়ে খাওয়াদাওয়া আর মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ যদি সাধের চটিজোড়া যায় ছিঁড়ে! কী করবেন?
মাথায় হাত চাপড়াতে না চাইলে আগেভাগেই ব্যাগে রেখে দিন কোনও বাজারচলতি আঠা। জুতোর সোল খুলে গেলে সহজেই ওই আঠা লাগিয়ে জুড়ে নেওয়া যাবে। খুব বেশি দিন তা স্থায়ী না হলেও তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া যাবে।
বাইরে বেরোলে সাধারণত মহিলারা সঙ্গে রাখেন সেফটিপিন। সেই সেফটিপিনের সাহায্যেও ছেঁড়া জায়গা কিছু সময়ের জন্য জুড়ে রাখা যায়।
আরও পড়ুন:
আশপাশে কোনও জুতোর দোকান খুঁজে পেয়ে গেলে তো কথাই নেই। স্বল্প দামে টেকসই জুতো বা চটি কিনে নেওয়াই যায়।
দীর্ঘ ক্ষণ হিল পরে হাঁটাও অস্বস্তির কারণ হয়ে ওঠে। তখন বাড়ির চপ্পলই ভরসা। সেই কারণে অনেক সময়েই মহিলারা অতিরিক্ত এক জোড়া চপ্পল সঙ্গে রাখেন। জুতো ছিঁড়ে গেলে সেই চপ্পলও কাজে লাগতে পারে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।